মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের সাস্টিয়ান সংগঠন সুনামগঞ্জ এর উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ ২৮ জানুয়ারি শুক্রবার সুনামগঞ্জ পৌর শহরের লতিফা কমিউনিটি সেন্টারে হতদরিদ্র শ্রমজীবী শীর্তাতদের মাঝে শীতে বস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০০২-২০০৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী যুক্তরাষ্ট্র প্রবাসী সাদিকুর রহমান সুফিয়ানের আর্থিক সহযোগিতায় শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, সাহেরিন মিশুক চৌধুরী, তায়েফ রহমান জেম, এ. কে আজাদ, দেলোয়ার হোসেন সুমন, শিপন পাল প্রমুখ।
প্রসঙ্গত, সাস্টিয়ান সংগঠনটি ২০১২ সালে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠালগ্ন থেকেই এই সংগঠনটি সুনামগঞ্জে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনায় অগ্রনী ভুমিকা পালন করে আসছে।
Leave a Reply