মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজেদুল ইসলামের সভাপতিত্বে আজ ০৫ ফেব্রুয়ারি শনিবার জগন্নাথপুর উপজেলা সম্মেলন কক্ষে ঢেউ টিন ও নগদ অর্থ বিতরন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বিএনপিকে লক্ষ করে বলেন, বিএনপি নির্বাচনে আসেনা। নির্বাচনে আসলেও হেরে গিয়ে বলে মাঠ ভালা নায়, রেফারি ভালা নায়, গোলপোস্ট নিছা। হেরে গিয়ে এসব কথা বলায় কোন কাজ হবেনা। মন্ত্রী গ্রামের সাধার মানুষের উদ্যেশে বলেন, সামনে সংসদ নির্বাচন আপনাদের হাতে সকল ক্ষমতা ন্যস্ত। নির্ভয়ে যে কোন প্রতীকে যাকে ভালো মনে করবেন তাকে ভোট দিবেন।
যারা সুখে দুঃখে আপনাদের পাশে থেকে কাজ করছে যে সরকার আপনাদের সেবা করছে যে সরকার দেশের উন্নয়ন করছে আপনাদের সেবা করছে এই সব মনে রেখে আপনারা ভোট দিবেন। আপনাদের একটি ভোট যে দলকে দিবেন সে দল পাঁচ বছর ক্ষমতায় থাকবে। সুতরাং আপনারা চিন্তা ভাবনা করে ভোট দিবেন।যে সরকারকে আপনারা পাশে পাবেন সেই সরকারের পক্ষে আপনারা কাজ করবেন। সরকারের উন্নয়ন মুলক কর্মকান্ডের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার হিন্দু মুসলিমসহ সব ধর্মের মানুষকে শ্রদ্ধা করেন। বর্তমান সরকার মসজিদ মন্দিরসহ সব ধর্মীয় প্রতিষ্ঠান নির্মান করে আসছেন। মন্ত্রী সবাইকে সকল মতবেদ ভুলে মিলে মিশে শান্তিপূর্ণ ভাবে বসবাস করার আহ্বান জানান। পরে মন্ত্রী উপজেলার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অসহায় ৪৪ পরিবারের মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনায় হতে বরাদ্দকৃত ৫০ বান ঢেউ টিন ও নগদ ৩০০০ টাকা করে দেড় লক্ষ টাকা বিতরন করেন। ঐদিন মন্ত্রী সকাল ১১ ঘটিকায় সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের লাইসিয়াম কিন্ডার গার্ডেন স্কুলের ২০ বছর পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্ত্য রাখেন। দুপুর ২. ৩০ ঘটিকায় ব্রিটিশ বাংলা এডুকেশন ট্রাস্ট ও বিকাল ৪ ঘটিকায় মিরপুর ইউনিয়নের হলিয়ারপাড়া জামেয়া ইসলামিয়া সুন্নীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অনুষ্ঠানে যোগ দেন।
Leave a Reply