মাধবপুর প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজালাল সরকারি কলেজের ছাত্রী কে ইভটিজিং করার প্রতিবাদ করাতে কিশোর গেংগ নামে পরিচিত নজরুল ইসলাম তার দলবল নিয়ে,
সোমবার(১৪ই ফেব্রুয়ারী) দুপুর ১ঘটিকার সময় উপজেলার বহড়া ইউনিয়নের আউলিয়াবাদ উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তায় একা পেয়ে সংবাদকর্মী হৃদয় হৃদয় এস এম শাহ্-আলম(১৮) এর উপর হামলা করেন নজরুল ইসলাম(২২)।
এতে গুরুতরে হামলায় আহত হয়,পরে স্হানীয় লোকজন থাকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর নিয়ে চিকিৎসা করেন।এবং উল্লেখীত ঘটনাটি মাধবপুর থানাতে একটি জিডি দায়ের করা হয়েছে।
এবিষয়ে মাধবপুর চুনারুঘাট থানার সহকারী সার্কেল এ এস পি মহসীন আল মুারদ,মাধবপুর থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল রাজ্জাক,মাধবপুর থানার তদন্ত ওসি গোলাম কিবরিয়া জানান যে ঘটনাটি খুব দুঃখ জনক তবে আমরা আমাদের থানা ও পুলিশ ফাঁড়ির কয়েকটি টিম আসামি কে দ্রুত গ্রেফতার করার নির্দেশ করা হয়েছে এবং খুব শীঘ্রই আসামি গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।
Leave a Reply