মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের ছাতক উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম এলাকা থেকে মিজান খাঁন নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে ছাতক থানা পুলিশ।
আজ ১৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রাম সংলগ্ন লাফার্জ-হোলসিম কলোনীর সামনের একটি ডোবার পানিতে সকালে লাশ দেখেন স্থানীয় লোকজন। সাথে সাথে ছাতক থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে ডোবার পানি থেকে লাশ উদ্ধার করে।
জানা যায়, ছাতক থানার নোয়ারাই ইউনিয়নের বন্দেরগাঁও গ্রামের মনির খাঁনের ছেলে মিজান খাঁন (৩০) সে লাফার্জ-হোলসিম সিমেন্ট কোম্পানির অস্থায়ী শ্রমিক। তিনি নোয়ারাই ইউনিয়নের ২নং ওয়ার্ডের যুবলীগের সাংগঠনিক সম্পাদক। স্থানীয়দের ধারনা বুধবার বিকেলে সে কোম্পানিতে কাজ করতে যায়। কাজ শেষে রাতে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার সময় রাস্তায় তাকে দুর্বৃত্তরা খুন করে ডোবার পানিতে ফেলে দিয়ে যায়। তার গায়ে কোম্পানীর ইউনিফর্ম রয়েছে এবং বাইসাইকেলটি ডোবার পাশে পরিত্যাক্ত রয়েছে। ছাতক থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। এদিকে নোয়ারাই ইউনিয়ন যুবলীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব ও সাধারণ সম্পাদক আব্দুল কাদিরসহ যুবলীগের নেতৃবৃন্দ হত্যাকান্ডে জড়িতদের চিহৃিত করে দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
Leave a Reply