বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাজারের মাহিমা রেস্টুরেন্টের পাশে অভি মেডিক্যাল হলের ভিতর থেকে ৩ সন্তানের জননীর ৬ টুকরো লাশ উদ্ধার করেছে জগন্নাথপুর থানা পুলিশ। পুলিশ ও আত্মীয়দের সূত্রে জানা যায় উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের নারিকেল তলা গ্রামের সুরুক মিয়া স্ত্রী শাহানা ফারবিন জ্যোৎস্না (৩৮) গতকাল ( ১৬ ফেব্রুয়ারিত) বুধবার বিকাল অনুমান ৩ ঘটিকার সময় বাসা থেকে বের হয়ে অভি মেডিক্যালে আসছেন। এর পর থেকে তিনি আর বাসায় ফিরেনি। তিনি পৌরসভার পাশে পিছনের নয়াবাজার কলোনির নিজস্ব বাসায় দীর্ঘদিন ধরে বসবাস করে আসছে।
নিহতের ভাই হেলাল মিয়া ও সাবেক বাজার সেক্রেটারি দিলওয়ার হোসেন বলেন গতকাল বিকাল অনুমান ৩ টার দিকে আমার বোনকে অভি মেডিক্যালের মালিক জিতেশ চন্দ্র গোপ অভি ফোন করে তার ফার্মেসীতে আসতে বলে এর পর থেকে আমার বোনকে আর খুঁজে পাইনি। সারারাত অনেক খোঁজা খোঁজির পর অভির সাথে ফোনে যোগাযোগ করা হলে সে আমার বোনকে ফিরিয়ে দিবে বলে আমাদেরকে পরদিন বৃহস্পতিবার সকাল ৬ টার দিকে ভবের বাজার আসতে বলে আমরা সেকানে গিয়ে প্রায় ঘন্টা কানেক অপেক্ষা করার পর তার ফোন বন্ধ করে দেয়। এরপর আমরা অভির বাসায় গিয়ে দেখতে পাই তার মা সহ বাসার সকলকে সরিয়ে দিয়ে বাসা তালাবদ্ধ করে দেয় তখনই তাঁর প্রতি আমাদের সন্দেহ হয়। পরে থানা পুলিশের সহযোগিতায় অভি মেডিক্যালের শাটারের তালা ভেঙ্গে আমার বোনের লাশ পাই। জগনাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন আমরা লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট এর জন্য সুনামগঞ্জ মর্গে প্রেরণ করেছি এবং আসামীকে ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply