মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুরে শাহনাজ পারভীন জ্যোৎস্না হত্যাকারী জিতেন গোপ অভিকে ২৪ ঘন্টার মধ্যে আজ ঢাকা গুলশান এলাকা থেকে গ্রেফতার করেছে সিআইডি ।
গতকাল( ১৭ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে অভি মেডিক্যাল হলের ভিতর থেকে প্রবাসীর স্ত্রীর ও ৩ সন্তানের জননীর ৬ খণ্ডিত লাশ উদ্ধারের পর হত্যাকারী ঘাতক খুনী জিতেশ চন্দ্র গোপ অভিকে গ্রফতারের অভিযান শুরু করে জগন্নাথপুর থানা পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থা।
গোপন সুত্রে জানা যায়, ঢাকা গুলশান এলাকা থেকে সিআইডির একটি টিম ঘাতক খুনি জিতেশ চন্দ্র গোপ অভিকে গ্রেফতার করেছে।
জানা যায়, বিগত বৃহস্পতিবার বেলা ১১ টার দিকে জগন্নাথপুর পৌর পয়েন্টের আব্দুল মতিন মার্কেটের তালাবন্ধ অভি মেডিকেল হলের ভিতর থেকে রানীগঞ্জ ইউনিয়নের নারিকেলতলা গ্রামের সৌদি আরব প্রবাসীর সুরুক মিয়ার স্ত্রী তিন সন্তানের জননী শাহনাজ পারভীন জোৎস্নার ৬ খণ্ড লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ । ঘটনার পর থেকে অভি তার পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে পালিয়ে যায়।
জিতেশ গোপ কিশোরগঞ্জের ইটনা উপজেলার সইলা গ্রামের যাদব গোপের ছেলে। গত ১০ বছর ধরে জগন্নাথপুর বাজারে ঔষধের দোকানে চাকরি করে আসছেন। বিগত বছর খানেক ধরে নিজে ফামের্সী খুলে অভি মেডিকেল হল নাম দিয়ে ব্যবসা চালিয়ে আসছে।
Leave a Reply