মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পৌর শহরের লুদরপুর এলাকার কৃতি সন্তান যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মোঃ রফিক মিয়া তার পিতা হাজী আলা মিয়ার নামে ট্রাস্ট প্রতিষ্ঠা করে মানবতার কল্যানে কাজ করে যাচ্ছেন।
মাহামারি করোনা ভাইরাস, বন্যাসহ যে কোন দূর্যোগময় মুহুর্তে এই ট্রাস্ট গরীব অসহায়দের সাহায্য করে যাচ্ছে। এরই অংশ হিসাবে জেলার ছাতক উপজেলার গাগলাজুর গ্রামের কৃষক মোঃ আব্দুর রউফকে তার বসত নির্মান করে দেন । হাজী আলা মিয়া ট্রাস্টের সভাপতি আলহাজ্ব মোঃ রফিক মিয়ার অর্থায়নে ও হাজী আলা মিয়া ট্রাস্টের সাধারন সম্পাদক মোঃ ইউনুছ মিয়ার সার্বিক ব্যবস্থাপনায় এই ঘর নির্মান করা হয়। ঘর হস্তান্তর উপলক্ষে ৮মার্চ মঙ্গলবার ছাতক উপজেলার গাগলাজুর গ্রামেএক আলোচনা সভা অনুষ্ঠিত হয় । ট্রাস্ট্রের সাধারণ সম্পাদক ও জগন্নাথপুর পৌর আওয়ামীলীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোঃ ইউনুছ মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সিলেটের জামেয়া দারুল কোরআন মাদ্রাসার শিক্ষক ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা শামসুল ইসলাম, ছাতক উপজেলা আওয়ামীলীগের সদস্য এনামুল হক কাচা মিয়া, জেপি টিভির চেয়ারম্যান শাহ মোঃআব্দুল কাহার, সমাজ সেবক মোঃ সোনা মিয়া, জেপি টিভির চিফ এডিটর ও সৈয়দপুর আদর্শ কলেজের প্রভাষক জাহিদ হাসান, সমাজ সেবক আবদুল লতিফ, সমাজ সেবক আবু মিয়া প্রমূখ।
Leave a Reply