ষ্টাফ রিপোটার::
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযত মর্যাদায় উদযাপন করা হয়েছে। বিদ্যালয় প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে শিক্ষক শিক্ষিকা ও ম্যানেজিং কমিটি এবং স্কুলের শিক্ষার্থীদের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচী শুরু হয়। দুপুর ১১ টায় স্কুল মিলনায়তনে কবিতা আবৃত্তি, সঙ্গীত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইনাতগঞ্জ উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নোমান হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদরুল আলম, শিক্ষক অচিন্ত আচার্য্য, ইনাতগঞ্জ পুলিশ ফারীর ইনসার্জ কাওসার আহমেদ, ইনাতগঞ্জ ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ম্যানেজিং কমিটির সদস্য সাংবাদিক আশাহীদ আলী আশা, ম্যানেজিং কমিটির প্রধান অভিভাবক সদস্য আব্দুল শহিদ, চেরাগ আলী, নূর আলী, শিক্ষক সিরাজুল ইসলাম, শিক্ষক শাহীনুর রাহমান, মোত্তাদির হোসেন,সাংবাদিক শাহ এস এম ফরিদ সহ অনেকেই।
Leave a Reply