মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শব্বির আহমদ চৌধুরীর সভাপতিত্বে বিদয়ালয়ের সহকারী শিক্ষক মাহবুবুল আলম টিটুর পরিচালনায় জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসে রচনা প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সফাত উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মরহুম তাহিদ উল্লাহ তালুকদার, মরহুম নাসির উল্লাহ তালুকদার, মরহুম তফজ্জুল হোসেন তালুকদার ও আব্দুর রাজ্জাক তালুকদারের সুযোগ্য উত্তরসূরী সুহেল আহমদ তালুকদার। বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বিজন বিহারী দাস, সহকারী শিক্ষক মহিবুল হাসান মুর্শেদ, মিহির কান্ত দাস, মোঃ রিয়াজ উদ্দিন, কিশলয় মুখার্জি, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহজাহান চৌধুরী, যুক্তরাজ্য প্রবাসী অত্র বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র শামীম আহমদ, ডাঃ মোজাম্মেল হক দিনার তালুকদার প্রমুখ।
এছাড়াও এসময় বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, একাত্তরের ২৫ মার্চ দিবাগত মধ্য রাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত হামলা চালায় ও বঙ্গবন্ধুকে গ্রেফতার করে নিয়ে যায়। গ্রেফতারের পূর্বে ২৬ মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষনা করেন। ওই ঘোষনা বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রচার মাধ্যমে প্রচারিত হয়। ১৯৭০ এর সাধারণ নির্বাচনে আওয়ামিলীগ সংখ্যাগরিষ্ঠ ভোটে জয় লাভ করা সত্বেও বাংঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কাছে পাকিস্তানি সামরিক জান্তা ক্ষমতা হস্তান্তর না করে পাকিস্তানি সেনারা বাঙালী বেসামরিক লোকের ওপর গণহত্যা শুরু করে।তাদের এ অভিযানের মুল লক্ষ্য ছিল আওয়ামিলীগসহ তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রগতিশীল সকল রাজনৈতিক নেতা-কর্মী এবং সকল সচেতন নাগরিককে নির্বিচারে হত্যা করা।আজ ২৬ মার্চ ৫২ তম মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস। ১৯৭১ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সর্ব শক্তি দিয়ে পাকিস্তানি হানাদার বাহিনীকে প্রতিরোধ ও চুড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ডাক দিয়েছিলেন। এরপর নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়।
Leave a Reply