মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
জেলা প্রশাসন, সুনামগঞ্জ এর আয়োজনে এবং জেলা শিল্পকলা একাডেমির সহযোগিতায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে
আজ ২৬ মার্চ শনিবার সন্ধ্যা ০৬:৩০ টায়
আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় জেলা প্রশাসক, সুনামগঞ্জ জনাব মোঃ জাহাঙ্গীর হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য এডভোকেট জনাব পীর ফজলুর রহমান মিসবাহ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার, সুনামগঞ্জ জনাব মোঃ মিজানুর রহমান, বিপিএম; উপপরিচালক, স্থানীয় সরকার, সুনামগঞ্জ জনাব মোহাম্মদ জাকির হোসেন; বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোঃ আলী আমজাদ; অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে; বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল মোমেন প্রমুখ।
আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২২ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
Leave a Reply