নবীগঞ্জ ( হবিগঞ্জ) প্রতিনিধিঃ
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের মনসুর পুর গ্রামে বাউল শিল্পী আইদ আলীর স্ত্রী’র উপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে, এতে তার স্ত্রী দিলশান বেগম (৩৮) গুরুতর আহত হয়ে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ভর্তি রয়েছেন৷ এঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে৷
নবীগঞ্জের ইনাত গঞ্জ ইউনিয়নের মধ্যসমত গ্রামের জনপ্রিয় বাউল শিল্পী আইদ আলী তিনির শশুর বাড়ী একই এলাকার মনসুর পুর গ্রামে, ২৮ মার্চ সকালে তার শশুর বাড়ীতে তিনি সহ তার স্ত্রীকে নিয়ে সেখানেই অবস্থান করছিলেন, সেখানে তার শ্যালক আব্দুল্লাহর সাথে একটি হারমোনিয়াম নিয়ে কথা কাটাকাটি হয ওই গ্রামের মৃত সুদন উল্লার পুত্র আবু সামার সাথে, এসময় উপস্থিত শিল্পী আইদ আলীর স্ত্রী ঝগড়া করতে বারণ করলে তার উপর ক্ষেপে যায় আবু সামা ও মৃত সমরাজ মিয়ার পুত্র মোতালিব, একপর্যায়ে দিলশান বেগমকে বেধরকভাবে প্রহার করে রক্তাক্ত জখমী করে, এসময় তাদের কবল থেকে তাকে উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়৷ এঘটনায় আহতের পরিবার ও আত্মীয় স্বজনদের মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷ এব্যাপারে শিল্পী আইদ আলী বলেন, এই ঘটনায় আমি প্রশাসনের নিকট সুস্ট বিচারের দাবী জানাচ্ছি৷
Leave a Reply