মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের দিরাই উপজেলা আওয়ামী লীগের পূর্ব ঘোষিত বর্ধিত সভা সম্পন্ন হয়নি। এ নিয়ে দিরাই উপজেলা আওয়ামীলীগের নেতা কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে উপজেলা সদরে পুলিশ মোতায়েন করা হয়েছে।
বিগত কিছুদিন যাবত সামাজিক যোগাযোগ মাধ্যম ও উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলার বিভিন্ন ইউনিয়নে মতবিনিময় সভা করে বর্ধিত সভা সফল করার লক্ষে নেতাকর্মীদের অবহিত করা হয়।
পূর্ব ঘোষিত বর্ধিত সভার স্থান দিরাই উপজেলা গণমিলনায়তনে প্রথমে নির্ধারণ করা হলে পরে দিরাই শাল্লার সংসদ সদস্য ড. জয়া সেন গুপ্তার বাসভবন আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে নির্ধারণ করা হয়।
এই উপজেলায় আওয়ামীলীগের দিরাই-শাল্লার সাংসদ ড. জয়া সেন গুপ্তার সমর্থিত দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায় গ্রুপ ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মতিউর রহমান সমর্থিত দিরাই উপজেলা আওয়ামী লীগের সহ সাধারণ সম্পাদক সাবেক মেয়র মোশারফ মিয়া গ্রুপ। দুই গ্রুপই বর্ধিত সভাকে সামনে রেখে প্রস্তুতি নেয়। কিন্তু দিরাই উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দুগ্রুপের নেতা কর্মীরা বসতে রাজি না হওয়ায় বাতিল হয় বর্ধিত সভা।
সাবেক জগদল ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক শিবলী আহমেদ বেগ জানান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেনের নির্দেশে আওয়ামী লীগের বর্ধিত সভা স্থগিত করা হয়েছে।
Leave a Reply