শিহাব উদ্দিন রাহুল জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জের জগন্নাথপুরে মুজিব বর্ষ উপলক্ষে জগন্নাথপুর থানা পুলিশেরঅর্থায়নে এক অসহায় গৃহ হীন মহিলা কে গৃহ নির্মান করে দিয়েছেন জগন্নাথপুর থানা পুলিশ।আজ(১০ ই এপ্রিল ) রোববার ১১ ঘটিকার সময় সারা দেশের ন্যায় জগন্নাথপুরথানা ভবনে নারী ,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক ও গৃহহীনদের মধ্যে জমিসহ নতুন ঘর প্রদানে ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করেন মাননীয় প্রধান মন্ত্রীশেখ হাসিনা। এসময় জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুররহমান , ওসি তদন্ত সুশংকর পাল ,থানার সকল কর্মকর্তা ও সদস্য বৃন্দ সহ জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমরিজু ,পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আবুল আহাদ , গণমাধ্যম কর্মিও সকল শ্রেণী পেশার লোক উপস্থিত ছিলন । এবং জগন্নাথপুর থানাপুলিশের পক্ষ থেকে পৌর শহরের ভবানী পুর গ্রামের ছানা চন্দের স্ত্রী উন্নতিরাণী চন্দ অসহায় গৃহহীন মহিলা কে একটি নতুন ঘর উপহার দেয়া হয়।
Leave a Reply