মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বিদ্যুতের কুটির ঝুলন্ত তারে আটকা পরে মা-সন্তানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। আরেক সন্তান আশংকাজনক অবস্থায় হাসপাতালে।
ঘটনাটি ঘটেছে আজ ১০ এপ্রিল রবিবার বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলার নতুন পাড়ায়।
নিহতরা হলেন নুপুর তালুকদার এর স্ত্রী ঝুমা রানী সরকার (৩৫), দ্বীপ তালুকদার (৩)। মুমূর্ষ সন্তান পূজা তালুকদার।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান,গতকাল ভোরে ঝড় বৃষ্টি হওয়া রাস্তায় বিদ্যুতের তার ঝুলছিল। রবিবার দুপুর ১১ টায় ঝুমা রানী সরকার তার দুই সন্তান দ্বীপ ও পূজাকে নিয়ে গোসল করতে পাশের বাসার টিউবয়েলে যাচ্ছিল। একপর্যায়ে ঝুলন্ত তারে ঝুমা রানী সরকার তার কোলে থাকা ছোট ছেলে দ্বীপকে নিয়ে বিদ্যুতের তারে আটকা পড়ে। অপর সন্তান পূজা ছিটকে পড়ে দূরে অজ্ঞান হয়ে পড়ে যায়। এই ঘটনা ঝুমার বাবা গৌরাঙ্গ সরকার তালুকদার দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসেও বিদ্যুতের তারে লেগে থাকা ঝুমা রানী কে কেউ ধরতে সাহস পায়নি। এ সময় ঝুমা রানীর শরীরে হালকা ধোঁয়া ও আগুন জ্বলছিল। এ ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রতিবেশীর সহযোগীতায় সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজারকে ফোন দিয়ে বিদ্যুৎ বন্ধ করার ব্যবস্থা করে, উপজেলা প্রশাসন ও জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জকে বিষয়টি অবগত করেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার পর ঝুমা রানী সরকারের আরেক সন্তান পুজাকে মুমূর্ষ অবস্থায় পরে থাকতে দেখে স্থানীয়রা উদ্ধার করে জামালগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয় । এ ঘটনার খবর পেয়ে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মীর মোহাম্মদ আব্দুন নাসের তাৎক্ষণিক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে ছুটে এসে স্বজনদের সহায়তায় লাশ দুটি উদ্ধার করেন।
জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ
মীর মোহাম্মদ আব্দুন নাসের বলেন, খবর পেয়ে আমরা তাৎক্ষণিক নতুন পাড়ায় ছুটে যাই। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
Leave a Reply