মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
হাওরের ফসল রক্ষা বেরীবাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় সাংবাদিক শহীদনুরকে প্রাণ নাসের হুমকি দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছেন হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।
আজ ১৩ এপ্রিল মঙ্গলবার বেলা ২ ঘটিকায় সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদব ওবায়দুল হক মিলনের পরিচালনায়
মানববন্ধনে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহ- সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা,সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি আলী নুর, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, চন্দন রায়, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারন সম্পাদক আবু সইদ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আল আমিন, মহিম তালুকদার, দোয়ারা বাজার উপজেলার মিজানুর রহমান, শিমুলবাঁক ইউপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শান্তিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম ও যুবলীগের উপ-দপ্তর সম্পাদক মতিউর রহমান মতি হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে কথা বলায় তারা সাংবাদিক শহীদ নুরকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। আমরা সাথে সাথে সদর থানায় সাধারণ ডায়রি করেছি। কিন্তু ২৪ ঘন্টা অতিহাহিত হলেও আইন শৃঙ্খলা বাহিনী এবং ছাত্রলীগ, যুবলীগ তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়নি। তারা বলেন, ওরা শান্তিগঞ্জে হাওর সিন্ডিকেটের এজেন্ট। কাদের সাথে ওরা হাওরে ঘুরেবেড়ায় সবাই জানে। এদের গডফাদার কারা এটা কারো অজানা নয়। এরপর ও আমরা আশা করবো তাদের দল থেকে বহিস্কার হবে এবং আইন শৃংঙ্খলা বাহিনী গ্রেফতার করে আইনের আওতায় আনবে।
এসময় উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনোয়ারুল হক, দপ্তর সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ভুক্তভোগী সাংবাদিক শহীদনুর আহমেদ, অর্থ সম্পাদক মেরাজুল হক,বাঁধ বিষয়ক সম্পাদক মমিনুল হক, দপ্তর সম্পাদক অরুন চন্দ্র দেব, তথ্য ও গবেষণা সম্পাদক বিমল বনিক, সদস্য মখলিস মিয়া, শরীফ আহমেদ, কৃষক নেতা নজরুল ইসলাম, ফারুক মিয়া, আমিন উদ্দিন, কাহার মিয়া প্রমুখ
Leave a Reply