স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাটলি ইউনিয়নের সোলেমানপুর গ্রামে শায়িক মিয়ার বাড়িতে কালবৈশাখী ঝড়ে গাছ চাপা পড়ে একই পরিবারের তিন জনের মর্মান্তিক মৃত্য হয়েছে।নিহতরা হলেন ১। মা- মৌসুমি বেগম(৩৫), ২।মেয়ে মাহিমা আক্তার (৪), ৩। ছেলে হেসাইন(১)।
২। কালবৈশাখী ঝড়ে গাছ ভেংগে ঘরে পড়ে। সেই ঘর চাপা পড়ে তিন জনই মারা যান।এদের মধ্যে বেঁচে আছেন নিহত মৌসুমী বেগমের স্বামী মোঃ হারুন মিয়া। নিহত ব্যক্তিদের সুনামগঞ্জ সদর হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠানো হয়েছে। এঘটনায় এলাকায় এক হৃদয় বিদারক ঘটনার সৃষ্টি হয়েছে।
Leave a Reply