শাহাব উদ্দিন রাহুল::
সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পশ্চিম বাজারের অটো টেম্পু, অটোরিকশা, ইমা, লেগুনা সুজুকি সিএনজি দ্বারা গঠিত ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচন কমিশনের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। আজ(১৯ এপ্রিল) মঙ্গলবার জগন্নাথপুর অস্থায়ী কার্যালয়ে সুনামগঞ্জ জেলা জগন্নাথপুর পশ্চিম বাজারের অটো টেম্পু, অটোরিক্সা-লেগুনার, সুজুকি, ইমা, সিএনজি দ্বারা গঠিত ড্রাইভার ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে ইফতার মাহফিল আলোচনা সভার আয়োজন করা হয়। উক্ত ইফতার মাহফিল ও আলোচনা সভায় তত্ত্বাবধায়ন ও পরিচালনা করেন জগন্নাথপুর পশ্চিম বাজার ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচনের সহকারী কমিশনার মোঃ আজাদ আলী ভূইয়া, উক্ত ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর পশ্চিম বাজার অটোটেম্পু, অটোরিক্সা-লেগুনার, সুজুকি, সিএনজি দ্বারা গঠিত ডাইভার্স ইউনিয়ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আবদুল মতিন, সহকারী নির্বাচন কমিশনার আতিকুর রহমান চৌধুরী, ইকড়ছই গ্রামের বিশিষ্ট সালিশি ব্যক্তিত্ব আবদুল হাশিম, নেতা মতিউর রহমান, জগনাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশ সাংবাদিক হিফজুর রহমান তালুকদার জিয়া, দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমের স্টাফ রিপোর্টার শাহাব উদ্দিন রাহুল, জগন্নাথপুর পশ্চিম বাজার ড্রাইভার্স ইউনিয়ন নির্বাচনে সভাপতি পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন। আফরাজ মিয়া, আমিনুর রশীদ ভূইয়া, জুনেদ মিয়া, ও সাধারণ সম্পাদক পদে নির্বাচনে অংশগ্রহণ করবেন সাফিজ আহমেদ ভূঁইয়া শাহ কামাল মিয়া, নুরুল ও আমিন।
এতে আরো উপস্থিত ছিলেন সেবুল মিয়া, দুলন মিয়া , লাল মিয়া, মসিক আহমদ, সমুজ মিয়া, সহ সকল ড্রাইভার বৃন্দ। আলোচনা সভায় দেশ জাতীয ও ড্রাইভার বৃন্দের মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করেন মাওলানা আব্দুল করিম ফারুকী। ইফতার শেষে জগন্নাথপুর পশ্চিম বাজারের ডাইভার্স ইউনিয়নের উপ-কমিটির নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। আগামী ২৫ এপ্রিল রোজ সোমবার নমিনেশনের দিন ধার্য্য করা হয়। সকাল ১০ ঘটিকা হইতে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত নমিনেশন জমা দিতে হবে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার প্রত্যাহারের শেষ দিন। আগামী ৭ মে শনিবার প্রতিক বরাদ্দ হবে এবং( ২৭ মে) শুক্রবার নির্বাচন একটানা অনুষ্ঠিত হবে সকাল ৮.৩০ মিনিট হইতে বিকাল ৪.৩০ মিনিট পর্যন্ত।
Leave a Reply