স্টাফ রিপোর্টার::
সুনামাগঞ্জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর পৌর শহরের ৬ নং ওয়ার্ডে শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষের ঘটনায় মাছুম মিয়া (২৫) আহত হয়। আহত যুবকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত ডাক্তার তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে আজ (২৩ এপ্রিল) শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী হাসপাতালে তার মৃত্যু হয়।
সে পৌর শহরের বাড়ী জগন্নাথপুর গ্রামের নুর মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে নুর মিয়া ও তার বাবা মনোফর আলীর মধ্যে বিরোধ চলে আসছে। গত বৃহস্পতিবার বিকালে ছোট শিশুদের ঝগড়া কে কেন্দ্র করে তাদের দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় দু’পক্ষের ৫ জন আহত হয়। এই ঘটনায় গুরতর আহত অবস্থায় মাছুম মিয়াকে সিলেট ওসমানী মেডিকেলে পাঠানো হয়। শনিবার (২৩ এপ্রিল) ভোরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মাছুম মিয়ার মৃত্যু হয়।
জগন্নাথপুর থানার এসআই আব্দুল সত্তার জানান, ঘটনার সাথে জড়িত ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মনোফর আলী, সাহেদা বেগম , হোসাইন মিয়া, ও হাসান মিয়া,।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় মাছুমের মা রিনা বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। আমরা এ পর্যন্ত ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি।
Leave a Reply