মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ সদর উপজেলাসহ বিভিন্ন উপজেলায় রমজানের শেষ মূহুর্তে চলছে জমজমাট ঈদের বাজার। গেল দুই বছর মহামারী করোনায় থমকে দিয়েছিল বিশ্বকে। ব্যবসা বানিজ্য অচল হয়ে পড়েছিল। তবে এবছর করোনা মহামারি না থাকায় স্বস্তি ফিরে পেয়েছে জনজীবনে। স্বাভাবিক হয়ে এসেছে মানুষের মনে। আজ রবিবার সুনামগঞ্জ সদর উপজেলা সহ বিভিন্ন উপজেলার মার্কেটগুলোতে সরজমিন ঘুরে দেখা যায়, দোকানে দোকানে ক্রেতাদের উপচে পড়া ভীর। ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন ক্রেতারা। ক্রেতাদের সামাল দিতে দোকানে অতিরিক্ত লোক নিয়োগ করছেন ব্যবসায়ীরা। ক্রেতারা বিভিন্ন দোকানে দোকানে ঘুরে তাদের পছন্দে পোষাকসহ কিনছেন নিত্যপ্রয়োজনীয় জিনিস। প্রচন্ড গরমে ক্লান্তি নেই ক্রেতাদের। আবাল বৃদ্ধ থেকে শুরু করে সব বয়সের লোকদের দেখা যায় মার্কেটগুলোতে। এদিকে সুনামগঞ্জ সদরের মধ্যবাজার, দিরাই উপজেলার সেন মার্কেট, জগন্নাথপুর, তাহিরপুর, জামালগঞ্জ, বিশ্বম্ভপুর উপজেলার বিভিন্ন কাপড়ের মার্কেটে প্রচন্ড ক্রেতাদের উপচেপড়া ভীড়।
দিরাই উপজেলার সেন মার্কেটের একাধিক ব্যবসায়ীরা জানান, ক্রেতাদের উপস্থিতি থাকলেও জেলার বিভিন্ন উপজেলার হাওরগুলো পাহাড়ী ঢলে তলিয়ে যাওয়ায় কেনা বেচা খুবই কম।
জগন্নাথপুর উপজেলার অঙ্গশ্রী বস্ত্রালয়ের মির্মল দেব জানান, করোনা পরবর্তী ঈদে প্রচুর ক্রেতাদের আগমন ঘটছে। কোন কোন জায়গায় বৈশাখী কাজ শেষ না হওয়ায় ক্রেতার সংখ্যা একটু কম। কোন কোন উপজেলার ব্যবসায়ী জানান, মার্কেটে ক্রেতারা আসলেও কেনাবেচা তেমন হচ্ছেনা। অনেকেই মার্কেটে এসে শাড়ি, থান কাপড়, পাঞ্জাবী, লুঙ্গি দাম করে না কিনে চলে যান। হাওর পারের কৃষকরা ক্ষতিগ্রস্ত হওয়ায় তুলনামুলক ক্রেতার সংখ্যা কম।
Leave a Reply