মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে সুনামগঞ্জে উদযাপিত হয়েছে মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। জেলায় অবস্থানরত সকল ধর্মপ্রান মুসলমান এই ঈদ উৎসবে শরিক হয়েছেন।
পবিত্র রমজান মাসে সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায় যথাযোগ্য মর্যাদায় উদযাপন করেছেন এ উৎসব। করোনা মহামারীর কারণে বিগত দুটি বছর দেশটিতে সবাইকে ঘরোয়া ভাবেই কাটাতে হয়েছে ঈদ। তাই এবারের ঈদ আনন্দ সকলের কাছে একটু ভিন্ন। সকলের মাঝেই ব্যাপক উৎসাহ, উদ্দীপনা লক্ষ্য করা গেছে ।
মঙ্গলবার সকাল ৮টায় জেলার লক্ষনশ্রী ঈদগাহ ময়দানে সবচেয়ে বড় জামাত অনুষ্ঠিত হয়। ঈদের নামাজে অংশ নেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিবর্গ।
ঈদুল ফিতরের জামাতে শরিক হতে স্থানীয়দের পাশাপাশি শহরের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন মুসল্লীরা।
নামাজ শেষে একে অপরের সঙ্গে কোলাকুলি করে ঈদ আনন্দ ভাগাভাগি করেন ধর্মপ্রান মুসলমানরা। অনেকে বিভিন্ন জায়গায় ফোন করে স্বজনদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন।
এদিকে ঈদকে কেন্দ্র করে জেলা শহরসহ উপজেলা শহরের হোটেল রেস্তোরাঁ গুলোতে থাকছে নানা ধরণের মুখরোচক খাবারের ব্যাপক আয়োজন।
ঈদুল ফিতর উপলক্ষ্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোঃ জাহাঙ্গীর হোসেন জেলা ও সকল উপজেলায় বসবাসরত সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এছাড়াও জেলার বিভিন্ন উপজেলাসহ ইউনিয়নের প্রতিটি ঈদগাহ ময়দান ও মসজিদে মসজিদে সুন্দর সুশৃঙ্খল ভাবে পবিত্র ঈদুল ফিতরের জামাত সম্পন্ন হয়েছে। তবে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে বিরোধ থাকায় পুলিশের উপস্থিতিতে পৃথক পৃথক জামাত অনুষ্ঠিত হয়। নামাজ শেষে পরম করুনাময় আল্লাহর দরবারে দুহাত তুলে দেশ, জাতি ও মুলিম উম্মার সুখ-শান্তি ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।
তবে জেলার প্রতিটি ঈদগাহ ও মসজিদেই ধর্মপ্রাণ মুলমানদের উপস্থিতি ছিলো লক্ষণীয়।
Leave a Reply