মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার::
যুক্তরাজ্যের ওয়ালসাল কাউন্সিলের পালফ্রি ওয়ার্ড থেকে Laboure party নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন জগন্নাথপুরের শাকিলা হোসেন।
নির্বাচনে জনতার কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদীশপুর গ্রামের মেয়ে ব্রিটিশ বাঙালী সলিসিটর শাকিলা হোসেন। জানা যায়, শাকিলা হোসেন জগন্নাথপুর উপজেলার জগদীশপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহাব উদ্দিন এর মেয়ে। যুক্তরাজ্য প্রবাসী মরহুম হাজী রফিক উল্লাহর নাতিন।
শাকিলা হোসেন যুক্তরাজ্যের ওয়ালসাল কাউন্সিলের পালফ্রি ওয়ার্ড থেকে Laboure Party নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হওয়ায় জগদীশপুর পুর গ্রামবাসী শাকিলা হোসেনকে অভিনন্দন জানিয়ে তার সাফল্যের প্রসংশা করে বলেন এটি শুধু জগদীশপুর গ্রামের সুনাম নয়, এই সুনাম সারা সুনামগঞ্জ জেলা তথা জগন্নাথপুর উপজেলা বাসীর। তারা দেশবাসীর নিকট শাকিলার জন্য দোয়া কামনা করেন। গ্রামবাসী বলেন, যুক্তরাজ্যের মাটিতে শাকিলা হোসেন নেতৃত্ব দেওয়ায় আমরা জগদীশপুর গ্রামবাসী গর্বীত ও আনন্দিত।
Leave a Reply