রিয়াজ রহমান::
বাংলাদেশ নির্বাচন কমিশন কর্তৃক জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনের তফশীল ঘোষনার পর পরই সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা শুরু হয়েছে। নির্বাচনের তফশীল অনুযায়ী আগামী ২৭ জুলাই ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে আওয়ামী লীগ নেতাকর্মীরা জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ নেতা বিশিষ্ঠ ব্যবসায়ী মিন্টুর রঞ্জন ধরকে নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন প্রদানে কেন্দ্রীয় নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষন করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার প্রচারনা চালিয়ে যাচ্চেন। ক্লিন ইমেজের এই নেতার উদ্যোগে নির্বাচনের প্রস্তুতি হিসেবে জগন্নাথপুর পৌরসভার ৭ নাম্বার ওয়ার্ডের সর্বস্তরের জনসাধারনকে নিয়ে শনিবার ( ১১ জুন) জগন্নাথপুর বাজারের স্বনামধন্য ব্যবসা প্রতিষ্ঠান আরএফসিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি ও উপজেলা কৃষক লীগের আহবায়ক আফছর উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে ও জগন্নাথপুর পৌরসভার সাত নাম্বার ওয়ার্ড কাউন্সিলর যুবলীগ নেতা সুহেল আহমদের পরিচালনায় মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের প্রত্যাশী সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিন্টু রঞ্জন ধর। বক্তব্য রাখেন জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আওয়ামীলীগ নেতা মিজানুর রশীদ ভূইয়া, বণিক সমিতির সাবেক সভাপতি আবদাল হোসেন ভূইয়া, সমাজ সেবক শাহ আবদুর রাজ্জাক, আবদুল হাসিম, উপজেলা শ্রমিক লীগের সদস্য সচিব ও বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, সাংবাদিক তাজ উদ্দিন আহমদ, কৃষক লীগ নেতা মতিউর রহমান, পৌর স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক ছালিক আহমদ পীর, সাংবাদিক মো.শাহজাহান মিয়া, ব্যবসায়ী নেতা আমিনুর রহমান প্রমূখ।
এসময় তখদ্দুছ আলী, আশরফ উল্লাহ, আবদুল বারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সেক্রেটারী সালাহ উদ্দিন, আওয়ামী লীগ নেতা সেলিম আহমদ, জাহাঙ্গীর আলম সহ সাত নাম্বার ওয়ার্ডের বিপুল সংখ্যক লোকজন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্যে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মিন্টু রঞ্জন ধর বলেন, ২০০৯ সালে অনুষ্ঠিত উপজেলা পরিষদ নির্বাচনে আপনারা আমাকে সম্মানজনক ভোট প্রদান করেছেন। আমি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত এবং দলীয় প্রতিটি কর্মকান্ডে সক্রিয়ভাবে অংশ গ্রহন করে আসছি। বিগত নির্বাচনে দলীয় প্রতীক না থাকায় আমি টেলিফোন প্রতীকে আপনাদের মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্ধীতা করেছি। আমি আওয়ামী লীগের একজন মাঠ পর্যায়ের কর্মী হিসেবে এবার দলীয় প্রতীক নৌকা নিয়ে নির্বাচন করতে আগ্রহ প্রকাশ করছি। নির্বাচনে দলীয় নেতাকর্মীসহ সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি।
উল্লেখ্য, ২০০৯ সালের অনুষ্ঠিত উপজেলা নির্বাচনে মিন্টু রঞ্জন ধর চেয়ারম্যান পদে টেলিফোন প্রতীক নিয়ে প্রথম বারের মতো নির্বাচনে অংশ নিয়ে ১৭ হাজার ৬০৩ ভোট পেয়ে চমক সৃষ্ঠি করেছেন। নির্বাচনের পর থেকে উপজেলার জনসাধারনের সুখে দু:খে অদ্যাবদি পর্যন্ত তিনি কাজ করে যাচ্ছেন।
Leave a Reply