বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে ৩০০ বন্যার্তদের মধ্যে খাদ্য বিতরণ করা হয়। জানা যায় গত কয়েক দিনের বৃষ্টির কারণে এবং উপর থেকে নেমে আসা পাহাড়ি ঢলে ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় নিকটতম সরকারি-বেসরকারি আশ্রয় কেন্দ্র গুলোতে বন্যায় ঘরবাড়ি প্লাবিত লোক গুলো আশ্রয় নিয়েছেন। তাদের মুখে আহার যোগাতে ছুটে আসছেন এলাকার অনেক দানশীল ব্যক্তি। তারই ধারাবাহিকতায় আওয়ামী লীগ নেত্রী মোছাম্মদ খালেদা বেগম এর উদ্যোগে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ৩০০ লোকদের মধ্যে খাদ্য বিতরণ করেন। খাদ্য বিতরণ কালে সহযোগিতা করেন
জাহাঙ্গীর আলম (মস্তান) মিটন মিয়া, রাহিম আহমদ, তামিম আহমদ, বাবুল মিয়া, মিঠু মিয়া প্রমুখ।
Leave a Reply