স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ৫নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের ভুরা খালি, নলুয়া নয়াগাঁও ( দাস নয়াগাঁও ) হরিনা কান্দি, খালিক নগর সহ বন্যা কবলিত বানভাসি ২৫০টি পরিবার কে ত্রাণ দেয়া হয়েছে । আজ (২৮জুন) সোমবার প্রবাসী অর্থায়নে স্বনামধন্য শিল্পী পুতুল দেওয়ান ও পুতুল দেওয়ানের স্বামী জীবন দেওয়ান, সিলেট ম্যান্ডারিন চাইনিজ এর পরিচালক ইমরান ডালীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরনে সহযোগিতা করেন জগন্নাথপুরের তরুণ সমাজ সেবক জাকির হোসেন ও দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক ও প্রকাশক ক্বারি হিফজুর রহমান তালুকদার জিয়া সহ আরো অনেক এ সময় বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন।
উপস্থিত বন্যায় কবলিতদের দুঃখ কষ্ট দেখে শিল্পী পুতুল দেওয়ান বলেন আপনাদের কষ্ট দেখে আমার অনেক দুঃখ হয়েছে আমি চেষ্টা করব আপনাদের জন্য আরো ভালো কিছু করার আমার জন্য দোয়া করবেন। আবারো আপনাদের মাঝে ফিরে আসবো ইনশাল্লাহ।
Leave a Reply