হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গাদিয়ালা,বেতাওকা,শালদিকা,গোপরাপুর, খাগাউড়া, বাসুদেব স্মরণ, ভুড়া খালি, নলুয়া নয়াগাঁও, জাত্রাপুর, হরি না কান্দি সহ প্রতিটি গ্রামে নগদ অর্থ প্রদান করা হয়। কয়েকদিনের ধারাবাহিক বৃষ্টি ও পাহাড়ি ঢলে উপজেলার প্রায় ৯৯% বাড়িঘর বন্যায় প্লাবিত হয়েছে। এতে করে উপজেলার বানভাসীর গরু, ছাগল, হাঁস, মুরগি, ধান, চাউল, ঘরবাড়ি সহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষকে সহযোগিতা করতে ৫নং চিলাউড়া- হলদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চিলাউড়া বড় বাড়ি পরিবারের পক্ষে নগদ অর্থ প্রদান করেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দুই বারের সাবেক জননন্দিত সফল চেয়ারম্যান, গরীব দুখী মেহনতী মানুষের বন্ধু, কৃষকদের হৃদয়ের স্পন্দন জনতার নেতা হারু নুর রশীদ হারুন।
হারুন রশীদ দৈনিক দেশ বাংলা টুয়েন্টিফোর ডটকমকে জানান ঐতিহ্যবাহী চিলাউড়া বড়বাড়ি উপজেলার প্রতিটি ইউনিয়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে আমার বড় বাড়ির পক্ষ থেকে আমাদের সাধ্যমত সেবা করে যাব। এবং এই নগদ অর্থ প্রদান অব্যাহত রয়েছে । ঐতিহ্যবাহী এই বড় বাড়ি পরিবার সব সময় গরীব দুঃখী মানুষের পাশে ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে ইনশাআল্লাহ। আপনারা বড় বাড়ির পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় আপনাদেরকে সেবা দিয়ে যেতে পারি। এবং আপনাদের কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবেন আমি সমস্যা সমাধানে সাধ্যমত চেষ্টা করে যাবো।
Leave a Reply