হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার জগন্নাথপুর সদর বাজারে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে বিশাল গরু ছাগলের হাট। আজ( ৩-৭-২২ ই) রবিবার জগনাথপুর সদর বাজারে প্রতিবছরের নেয়ায় এবারও পবিত্র ঈদুল আযহার গরু ছাগলের বিশাল হাট শুরু হয়েছে। উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে বিক্রেতারা তাদের গরু, ছাগল নিয়ে জগনাথপুর সদর বাজারে আসেন কাঙ্খিত দাম পাওয়ার জন্য এবং পেয়ে থাকেন, সেইসাথে ক্রেতারাও গরু ছাগল কিনার জন্য জগনাথপুর সদর বাজারে আসেন যেখান থেকে সহজে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ভালো থাকায় সহজেই গরু বা ছাগলটি নিয়ে তাদের বাড়িতে পৌঁছাতে পারেন। এবারের ঈদ বাজারে প্রশাসনিক তৎপরতা জোরদার করা হয়েছে। জগনাথপুর থানার (অফিসার ইনচার্জ) মোঃ মিজানুর রহমান জানান ঈদের আগ মুহূর্তে হঠাৎ করে বন্যা আশাতে ধনী-গরীব সকলেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিক্রেতারা যাতে প্রতারিত না হন সেজন্য জাল টাকা শনাক্ত করতে একটি ভূত স্থাপন করা হয়েছে। এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপদ এর জন্য সর্বক্ষণ প্রশাসনের তৎপরতা জোরদার রয়েছে।
বাজার ইজারাদার ও মাহিমা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী মকবুল হোসেন ভূঁইয়া দৈনিক দেশ বাংলা টোয়েন্টিফোর ডটকমকে জানান অন্য বছরের তুলনায় এবারের ঈদ বাজারে ক্রেতার সংখ্যা কম, তবে আমাদের জগন্নাথপুর বাজার সকল সময়ই প্রথমে কম জমে এবং ঈদের আগ মুহূর্তে ক্রেতা ও বিক্রেতা দের উপচে পড়া ভিড় থাকে এবারও তাই হবে। আগামী বুধ,বৃহস্পতি, শুক্র ও শনিবার ধারাবাহিক পশুর হাট বসবে আমার ধারণা ক্রেতা এবং বিক্রেতাদের সংখ্যা প্রচুর পরিমাণে বাড়বে। বাজারে আসা সকলের নিরাপত্তার জন্য আমরা সহ প্রশাসনিক তৎপরতা জোরদার রয়েছে।
Leave a Reply