বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ৬ নং রাণীগঞ্জ ইউনিয়নের কুবাজপুর গ্রামের মৃত রহিম উল্লাহর ছেলে হাজী আব্দুল মজিদের মালিকানাধীন হাজী আবদুল মজিদ স” মিল,প্রোঃ মোঃ জহুরুল ইসলাম দের নিজ বাড়ির সামনে ব্যবসা পরিচালনা করে আসছেন। উক্ত মিল সংলগ্ন জায়গায় তাদের ব্যক্তিগত ও এলাকার লোকজনের রাখা বিভিন্ন জাতের গাছের পিস লম্বে ৫ থেকে ১২ ফুট পর্যন্ত ও গোলে ২ থেকে ৮ ফুট পর্যন্ত প্রায় শতাধিক পিস কাঠ রাখা ছিল। গত ১৭ জুন ২০২২ ইং তারিখ জগন্নাথপুর উপজেলা বন্যায় প্লাবিত হয়ে যায়। তখন স” মিল মালিক পক্ষ সব কিছু ফেলে রেখে দিশেহারা অবস্থায় স্থানীয় শিবগঞ্জ বাজারে আশ্রয় নেন। বন্যার পানি নেমে যাওয়ার পর মালিক পক্ষ বাড়িতে আসেন এবং স” মিলে গিয়ে দেখিতে পান যে মিলে রাখা অধিকাংশ কাঠের পিস বন্যার পানিতে ভেসে গেছে এতে করে মালিক পক্ষের প্রায় ৫ লক্ষাদিক টাকার ক্ষতি সাধন হয়েছে বলে মালিক পক্ষ থেকে জানা যায় । মালিক পক্ষ স” মিলে যাইয়া দেখিতে পান যে কিচ্ছু সংখ্যক গাছের পিস মিলের আশপাশে পরে রয়েছে এবং খুঁজ নিয়ে জানতে পারেন যে অধিকাংশ গাছের পিস মালিক পক্ষ বাড়িতে না থাকার সুবাদে পার্শ্ববর্তী মৃত আবদুল মালিকের ছেলে রাহিবুল মিয়া, মুসতাহিদ মিয়া, মুহিবুল মিয়া,তাকবুল মিয়া,মৃত আবদুল ছত্তারের ছেলে শুকুর মিয়া, ও সৈয়দুল মিয়া গণ বন্যার সময় স” মিলের মালিক পক্ষ বাড়িতে না থাকার সুযোগে অধিকাংশ কাঠের পিস টেনে নিয়ে আত্মসাতের উদ্দেশ্যে লুকিয়ে রাখে। মালিক পক্ষখোঁজ নিয়ে জানতে পারেন যে উল্লেখিত ব্যক্তি গানের বাড়িতে গাছের পিস গুলো লুকায়িত ভাবে রাখা আছে, তখন মালিক পক্ষ আনতে চাইলে উল্লেখিত ব্যক্তিগন দিতে অস্বিকৃতি জানায়। এ ব্যাপারে স” মিলের প্রোপাইটার মোঃ জহুরুল ইসলাম বাদী হয়ে জগন্নাথপুর থানায় উল্লেখিত ব্যাক্তিদের বিরুদ্ধে এক খানা লিখত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে ১৯ জুলাই জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে উল্লেখিত দু-এক জনের বাড়ি হইতে কিছু সংখ্যক গাছের পিস উদ্ধার করেন। সরজমিনে গেলে স” মিল হেড মিশ্ত্রী রুমন আহমদ ও সহকারি মিলকাছ মিয়া জানান, বন্যার আগে প্রায় শতাধিক গাছের পিস রাখা ছিল। বন্যার পানি কমার পর মিলে এসে দেখা যায় অধিকাংশ কাঠের পিস নাই। স” মিল মালিক হাজী আবদুল মজিদ বলেন আমার ব্যাক্তিগত ও অনান্য লোকজনের প্রায় শতাধিক কাঠের পিস রাখা ছিল, যার মূল্য অনুমান ৫ লক্ষাদিক টাকা হইবে । এব্যাপারে তদন্তকারী কর্মকর্তা এসআই জিয়া উদ্দিন বলেন বাদি পক্ষের কিছু গাছের পিস বিবাদীদের বাড়িতে বন্যার পানিতে ভেসে গেছে এবং বিবাদদীদের নিজেস্ব কিছু গাছ তাদের বাড়িতে রয়েছে।
Leave a Reply