স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কচুরকান্দি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল মান্নানের সন্তান যুক্তরাজ্যের আকবর দ্যা গ্রেড রেস্টুরেন্টের স্বত্ত্বাধিকারী আবু রায়হান-এর উদ্যোগে সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্থ পাটলী ইউনিয়নের নয় নম্বর ওয়ার্ডের অসহায় দরিদ্র পরিবারের মধ্যে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পাটলী ইউনিয়নের মোহাম্মদপুর সেরা গ্রামের আব্দুল কদ্দুছ-এর বাড়িতে ত্রান সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এলাকার মুরব্বী আব্দুল কদ্দুছ-এর সভাপতিত্বে ও সমাজকর্মী ইসলাম উদ্দিন জসিমের পরিচালনায় বক্তব্য রাখেন পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মনু মোহাম্মদ মতছির, পাটলী ইউনিয়ন পরিষদের ৭নং ওয়ার্ডের সদস্য খালিদ হাসান খালিদ, ৯ নং ওয়ার্ডের সদস্য জাহির আলী, সাবেক ইউপি সদস্য মানিক মিয়া, সমাজকর্মী আবু জিলানী আবু, আব্দুল আহাদ, তাহিদ মিয়া, আচ্ছু মিয়া, দিলাল আহমদ সহ আরো অনেকে।
বক্তারা মানবিক সহায়তা কার্যক্রমে অনন্য ভূমিকা রাখায় যুক্তরাজ্য প্রবাসী আবু রায়হানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।
এসময় আবুল কালাম, আকিক মিয়া, মুহিবুর রহমান, আমির উদ্দিন, রোয়াব আলী, বাহার, ফরহাদ মিয়া, সাকিবুর রহমান রাকিব মিয়া সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বিশ্ববাসীর মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন মোহাম্মদপুর সেরা জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুর রহিম।
পরে আব্দুল আহাদের সার্বিক তত্ত্বাবধানে শতাধিক পরিবারের মধ্যে বিপুল পরিমানের বিভিন্ন পণ্যের ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply