স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুরে দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষে তিনজন আহত হয়েছে। আহতরা হলেন উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়াল গাঁও-গ্রামের সৈয়দ আসাব মিয়ার ছেলে সৈয়দ জাহিদ মিয়া, একই ইউনিয়নের সৈয়দপুর মুরাদাবাদ গ্রামের মোঃ আব্দুল হাই এর ছেলে নাহিদ ও পৌর শহরের বাড়ি জগন্নাথপুর গ্রামের আব্দুল কাসেমের ছেলে আমজাদ আলী।
সূত্রে জানা যায় আজ (৩ সেপ্টেম্বর) রাত ১০ ঘটিকায় পৌর শহরের বটেরতল নামক স্থানে দুইদিক থেকে আসা দুই মোটরসাইকেল এর মুখোমুখি সংঘর্ষ হয়, সংঘর্ষে তিনজন আহত হয়েছেন, স্থানীয়রা আহতদের কে উদ্ধার করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তিজনের মধ্যে দুইজন আব্দুল কাসেম এর ছেলে আমজাদ আলী ও আসাব মিয়ার ছেলে জাহিদ মিয়া কে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ রেফার করেন।
Leave a Reply