বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান মাহবুবুল হক শেরিনকে গ্রেপ্তার করেছে সিলেট মেট্রো ও ক্রিমিনাল ইনভেসটিগেশন ডিপার্টমেন্টে সিআইডির একটি দল। আজ
(২৮ সেপ্টেম্বর) বুধবার
১২ ঘটিকায় শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন, তিনি বলেন জগন্নাথপুর থানা পুলিশের সহযোগিতায় সিআইডি সিলেটের একটি দল তাকে গ্রেপ্তার করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক শেখ মোহাম্মদ রুবেল বলেন, সিলেট শহরের একটি আবাসন কোম্পানির নামে অর্থ আত্মসাতের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Leave a Reply