হিফজুর রহমান তালুকদার জিয়া::
আসন্ন জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হিসেবে নৌকা পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন।
আজ মঙ্গলবার সন্ধ্যায় আওয়ামী লীগের নির্বাচনী মনোনয়ন বোর্ড তাঁকে দলীয় প্রার্থী হিসেবে মনোনীত করেছেন। গত নির্বাচনে আকমল হোসেন আওয়ামী লীগের মনোনয়ন পেলেও নির্বাচনে তিনি বিএনপির প্রার্থী আতাউর রহমানের নিকট পরাজিত হয়েছিলেন ।
আওয়ামীলীগের দলীয় সূত্রে জানাযায় দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ডে দলের প্রার্থী হিসেবে আকমল হোসেনকে মনোনীত করা হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৬ অক্টোবর মনোনয়ন দাখিলের শেষ দিন। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে( ২রা নভেম্বর)।
Leave a Reply