মোঃ মুকিম উদ্দিন স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচন আগামী ২ নভেম্বর । সকল ইউনিয়নে জমে উঠেছে নির্বাচনী আমেজ। প্রচন্ড গরম ঝড় বৃষ্টি মাথায় নিয়ে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে চলছে প্রচার-প্রচারণা, চলছে গনসংযোগ উঠান বৈঠক। প্রার্থীদের সমর্থকরা প্রতিনিয়ত ভোটাদের দাড়স্থ হচ্ছেন।নির্বাচনী মাঠে চষে বেড়াচ্ছেন প্রার্থীগন। পছন্দের প্রার্থীর কর্মীরা ভোটারদের ঘরে ঘরে গিয়ে ভোট চাইছেন । উপজেলার প্রতিটি হাট বাজারের চায়ের দোকানে চলছে চায়ের আড্ডাসহ যার যার পচন্দের প্রার্থীদের নিয়ে ঝলল্পনা-কল্পনা।
সুনামগঞ্জের জগন্নাথপুরের কলকলিয়া ইউনিয়নে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতা-কর্মীকে নিয়ে কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থী আকমল হোসের এর পক্ষে ও সমর্থনে কাজ করার লক্ষে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) বিকেলে কলকলিয়া বাজারের কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ এর অঙ্গ ও সহযোগি সংগঠনের যৌথ উদ্যোগে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কলকলিয়া ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ফখরুল হোসেন এর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বশির আহমদ ও আলাল হোসেন এর যৌথ পরিচালনায় সভায় বক্তব্য দেন, উপজেলা আওয়ামীলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সহ-সভাপতি ছালিক মিয়া, সহ-সভাপতি দিলোয়ার হোসেন দুলা, সহ-সভাপতি ছমির উদ্দিন, সহ-সভাপতি ফজর আলী, সহ-সভাপতি কালাম মিয়া, যুগ্ম-সাধারণ সম্পাদক শূহিন আহমদ দুদু, কোষাধ্যক্ষ আব্দুন নুর, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ আব্দুল আহাদ, সাবেক সহ-সভাপতি আব্দুল মালিক, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, ১নং ওয়ার্ড আওয়ামিলীগের সভাপতি আব্দুল করিম, সাধারন-সম্পাদক কুতুব উদ্দিন, ৩ নং ওয়ার্ড আওয়ামিলীগ সভাপতি শংকর দেব, ৪নং ওয়ার্ড সভাপতি আব্দুল কালাম, ৫ নং ওয়ার্ডের সভাপতি সমছু মিয়া, ৬নং সভাপতি চন্দন মিয়া, ৭নং সভাপতি ইশ্বাদ আলী, ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক রুস্তুম আলী, ৯ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক মনতেশ্বর আলী, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, কামাল হোসেন লিলু, তফজ্জুল হোসেন, কামরুল বক্স, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রাজ শেখর বৈদ্য প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আব্দুল তাহিদ।
এসময় ইউনিয়নের প্রত্যেক ওয়ার্ডের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। সভায় নৌকার বিজয় নিশ্চিত করতে সবাই কে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
Leave a Reply