দেশ বাংলা ডেস্ক
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চিলাউড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী ও বৃক্ষপ্রেমী আব্দুর রাজ্জাক ট্রাস্ট ইউকের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রবের সম্মানে লন্ডনে এক সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়েছে। সাবেক পুলিশ ইন্সপেক্টর ও সুনামগঞ্জ জেলা ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের ভারপ্রাপ্ত সভাপতি আহবাব মিয়ার সভাপতিত্বে ও আইডিয়ােল গ্রীন সিলেট ইউকের জাফর আহমদ সাদিকের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট কলামিস্ট, লেখক ও গবেষক ইউকে বাংলা প্রেস ক্লাবের সভাপতি সাংবাদিক আবুতাহের চৌধুরী, সাবেক চেয়ারম্যান আনোয়ার মিয়া, সাবেক সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ইলিয়াছুর রহমান, সাবেক ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জুবায়ের লস্কর,বিশিষ্ট ব্যবসায়ী আনা মিয়া,সৈয়দ শামসুল হক কাইয়ুম ফারুক মিয়া,মকসুদ আলী সহ আরো অনেকে।
সভা শেষে বিশেষ মোনাজাত করেন প্রিন্সিপাল মুফতি আব্দুল ওয়াদুদ। সভায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার ৫ নং চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী চিলাউড়া গ্রামের কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবী ও বৃক্ষপ্রেমী আব্দুর রাজ্জাক ট্রাস্ট ইউকের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রব তিনি বলেন আমি সব সময় সরকারের পাশাপাশি পরিবেশ নিয়ে কাজ করি তাই পরিবেশ রক্ষার্থে স্কুল, মাদ্রাসা, মসজিদ, হাট-বাজার, রাস্তাঘাট এর আশেপাশে পরিত্যক্ত স্থানে বৃক্ষরোপণ করে থাকি। বৃক্ষ আদেরকে অক্সিজেন দিয়ে সাহায্য করে তাই বৃক্ষরোপনে সবাইকে এগিয়ে আসার আহবান জানান তিনি।
Leave a Reply