বিশেষ প্রতিনিধি ::
সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ড (জগন্নাথপুর উপজেলা) এ বিজয়ী হয়েছেন জেলা আওয়ামী লীগের সদস্য ও সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য মাহতাব উল হাসান সমুজ।
তিনি বিপুল ভোটে হারুন মিয়াকে পরাজিত করেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয়ে দুপুর ২ টায় ভোটগ্রহণ শেষ হয়। ১২০ ভোটারের মধ্যে ১১৮ ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন।
এরমধ্যে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক জেলা পরিষদ সদস্য মাহতাব উল হাসান সমুজ (তালা) প্রতীকে ৬৭ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী টিউবওয়েল প্রতীকে হারুন মিয়া ভোট পেয়েছেন ৪০ টি,
উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন মাস্টার (ঘুড়ি) প্রতীকে মাত্র ১১ ভোট পেয়েছেন।
Leave a Reply