বিশেষ প্রতিনিধি::
আসন্ন জগনাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সকলের প্রিয় ও আস্থাভাজন মোছাম্মদ রীনা বেগমের কলস মার্কার সমর্থনে উপজেলা জুড়ে গণজোয়ার সৃষ্টি হয়েছে। জগনাথপুর উপজেলা ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভা নিয়ে গঠিত। উপজেলা পরিষদ নির্বাচনে তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন পত্র দাখিল করেন। তিনজনের মধ্যে রীনা বেগমের কলস মার্কা এগিয়ে রয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়ন গুলো ঘুরে দেখা যায় কলস মার্কার সমর্থনে ভোটারদের মুখে জয় জয় কারের সুর শোনা যাচ্ছে । সেখানে দেখা যাচ্ছে রীনা বেগমের কলস মার্কার সমর্থনকারীরা ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন অলিগলিতে কলস মার্কায় ভোট দিতে ভোটারদের দ্বারে দ্বারে তাদের ভালোবাসা ও ব্যবহার দিয়ে ভোটারদের মন জয় করে নিচ্ছেন
এবং কলস মার্কাকে বিজয়ী করতে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন কলস প্রেমী সমর্থন কারীরা। এমনকি উপজেলা জুড়ে পলস মার্কার জয়জয়কার ধ্বনি শোনা যাচ্ছে। পুরুষ মহিলা বৃদ্ধা পর্যন্ত শুরু করে রীনা বেগমের কলস মার্কার বিজয়ের আসায় পহর গুনছেন। উপজেলা বাসি মনে করে রীনা বেগম ভাইশ চেয়ারম্যান পদে বিজয়ী হলে গরীব অসহায় মানুষ গুলো তাদের মনের কথা বলতে পারবে এবং যে কোনো সেবা নিতে কাহারও কোনো ধরনের অসুবিধা হবে না।
Leave a Reply