হিফজুর রহমান তালুকদার জিয়া
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আবারো আওয়ামী লীগের সভাপতি হলেন আকমল হোসেন ও সম্পাদক রেজাউল করিম রিজ
দীর্ঘ আট বছর পর সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। (১৬ নভেম্বর) বাংলাদেশ আওয়ামী লীগের জগন্নাথপুরে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। উক্ত সম্মেলনে পুরাতন কমিটি বিলুপ্ত ঘোষণা করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান। সম্মেলন শেষে আবারো নতুন কমিটিতে আকমল হোসেন কে সভাপতি ও রেজাউল করিম রিজু কে সাধারণ সম্পাদক মনোনীত করে কুমোটি ঘোষণা করেন কেন্দ্রীয় নেতৃবৃন্দের সমন্বয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মতিউর রহমান।
এবারের সম্মেলনে নতুন নেতৃত্বের আভাস দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে একাধিক প্রার্থী লবিংয়ে থাকলেও শেষমেষ পুরোনোরাই নেতৃত্বে স্থান পেলেন। তবে তৃণমূলের নেতাকর্মীদের প্রত্যাশা ছিল কমিটিতে পরিবর্তনের।
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এনামুল কবির ইমন জানান, আকমল হোসেনকে সভাপতি ও রেজাউল করিমকে সাধারণ সম্পাদক চুড়ান্ত করা হয়েছে এবং সহ-সভাপতি মিজানুর রশীদ ভূঁইয়া ও যুগ্ম সম্পাদক আবুল হাসানকে মনোনীত করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে প্রথম অধিবেশের পর বিকেলে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে দ্বিতীয় অধিবেশন শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত হয়নি। স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে দুপুরের খাওয়া শেষে কেন্দ্রীয় ও জেলা কমিটির নেতৃবৃন্দ কমিটি ঘোষণা না দিয়ে জগন্নাথপুর ত্যাগ করেন। নতুন কমিটির পেয়ে স্থানীয় জগন্নাথ আওয়ামী লীগের নেতৃবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
Leave a Reply