জগন্নাথপুর ( সুনামগন্জ) সংবাদদাতাঃ-
জগন্নাথপুরে দুর্বৃত্তের হামলায় রিপন দাস (৩৬) গুরুতর আহত হয়েছেন। আহত যুবক উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের শাহারপাড়া মনিহারা গ্রামের প্রবাদ দাসের ছেলে। গুরুতর আহত রিপন দাসকে প্রথমে জগন্নাথপুর উপজেলায় এবং পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানাযায়, রিপন দাস তিলক বাজার থেকে বৃহস্পতিবার রাত ১১ টায় বাড়ি ফেরার পথে পশ্চিম তিলক গ্রামের সজ্জাদ মিয়ার বাড়ির সামনে পৌছা মাত্র অজ্ঞাত নামা একদল দুর্বৃত্ত রিপন দাসের পথরোধ করে রামদা দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। তার চিৎকারে পরিবার ও আশপাশের লোকজন ছুটে আসেন। পরে পরিবারের লোকজন গুরুতর আহত রিপন দাসকে জগন্নাথপুর উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।। রিপন দাসের অবস্হার অবনতি হওয়ায় তাকে শুক্রবার (১৮ নভেম্বর) সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। শেষ খবর পাওয়া পযর্ন্ত রিপন দাসের অবস্হা আশংকাজনক বলে জানা গেছে।
Leave a Reply