জগন্নাথপুর প্রতিনিধিঃ–
এবারের এসএসসি পরীক্ষায় জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী হাই স্কুল এন্ড কলেজ থেকে মোঃ সাকিল হোসেন জিপিএ-৫ পেয়েছে । সে জগন্নাথপুর সাব- রেজিষ্টার অফিসের ডিড রাইটার শ্রীরামসী প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি ও শ্রীরামসী জামে মসজিদের সাবেক মোতাওয়াল্লী সমাজসেবক মোঃ কমর উদ্দিন ও মোছাঃ শিরিয়া বেগম দম্পতির ছোট ছেলে।
মেধাবী শিক্ষার্থী সাকিল হোসেন জানায়, সে প্রতিদিন প্রায় ৫-৬ঘন্টা পড়ালেখা করে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে। পড়ালেখা করে ভবিষৎতে সে একজন ইন্জিনিয়ার হতে চায়। পড়ালেখার পেছনে বাবা-মা, শিক্ষক ও শিক্ষিকার অবদান রয়েছে বলে জানায় সাকিল। সে সকলের নিকট দোয়া ও আর্শিবাদ কামনা করেছেন ।
এছাড়াও মোঃ কমর উদ্দিন ও মোছাঃ শিরিয়া বেগম দম্পতির মেয়ে সাবিয়া বেগম পিএসই পরীক্ষায় সাধারন বৃত্তি এবং জৈষ্ঠ্য পুত্র জাকির হোসেন ৫ম ও ৮ম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে। জাকির হোসেন বর্তমানে লন্ডনের মিডলসেকস ইউনিভার্সিটিতে সিএসইতে অধ্যায়নরত।
কমর উদ্দিন তার পুত্রের এ কৃতিত্বপূর্ন ফলাফলের জন্য তিনি বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা ও ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি কৃতজ্ঞ ও আল্লাহর নিকট শুকরিয়া জ্ঞাপন করেন।
Leave a Reply