স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ সরকার এবং এডিবি- এর আর্থিক সহায়তায় স্হানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট ( ইউপিএইচসিএসডিপি-২) শহর এলাকায় দরিদ্র জনগোষ্ঠির স্বাস্হ্য সেবা প্রদানের লক্ষে নারী- পুরুষদের মধ্যে রেড কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
অনুষ্ঠানের শুরুতে প্রকল্প ব্যাবস্হাপক কামিল আহমদ উক্ত প্রকল্পের চিকিৎসা সম্পর্কে উপস্থিত সবাইকে অবগত করেন এবং গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এবং যুগ্ন সচিব ও উক্ত প্রকল্পে পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আজ রবিবার বিকেল ৩ টায় জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে ও আরটিএম ইন্টারন্যাশনাল- এর পরিচালনায়
রেড কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরোজ ইসলাম মুন্না।
এসময় জগন্নাথপুর পৌরসভার প্রধান প্রকৌশলী হেলাল আহমদ, সহকারী প্রকৌশলী স্বতীশ গোস্মামী, জগন্নাথপুর পৌরসভার কাউন্সিলার আলাল আহমদ, কাউন্সিলার কামাল হোসেন, কাউন্সিলার কৃষ্ণ চন্দ্র চন্দ, আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট ম্যানেজার কামিল আহমদ, ফাইনেন্স ম্যানেজার মোহিত হোসেন, পিআইও প্রতিনিধি ফরহাদ হোসেন, সমাজসেবক আমেরিকা প্রবাসী আব্দুল গফুর, দৈনিক নয়া দিগন্ত প্রতিনিধি মোঃ হুমায়ুন কবির সহ আরো অনেকে উপস্হিত ছিলেন।
নগর মাতৃসদন কেন্দ্র যেখানে ২৪ ঘন্টা নরমাল ও সিজারীয়ান ডেলিভারী করা হয় এবং দুইটি নগর স্বাস্হ্য কেন্দ্রে সকাল ৯ টা থেকে বিকাল ৫টা পর্যন্ত প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করে আসছে।
পরে পৌরসভার ৬ নং ওয়ার্ডের দরিদ্র পরিবারের ২০ জন নারী – পুরুষদের মাঝে রেড কার্ড বিতরণ করা হয়।
Leave a Reply