স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার পাইল গাও ইউনিয়নের কাতিয়া গ্রামে কাজের লোক কে নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ২০ জন আহত হয়। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনা’র স্থল থেকে ১২জনকে আটক করে সুনামগঞ্জ কোর্টে প্রেরণ করে।
সূত্র জানায়,(২৫ জানুয়ারি) মঙ্গলবার সকালে তোতা মিয়া পক্ষের রাসেল মিয়া, দিলোয়ার মিয়ার পক্ষের আলী মিয়ার বাড়িতে রোজে কাজ করার কথা ছিল। কিন্তু রাসেল মিয়া কাজ করে দিতে অশ্বিকৃতি জানালে উভয় পক্ষের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। এই বিরোধটি স্থানীয়ভাবে আপোষ মীমাংসা করার জন্য স্থানীয় সালিশ বৈঠক বসে। সালিশী ব্যক্তিদের সামনে উভয় পক্ষের লোকজনদের মধ্যে আবারও কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র শাস্ত্র নিয়ে মারামা সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে দিলোয়ার মিয়ার পক্ষের দিলোয়ার মিয়া (৪৮), আবু সায়িদ ( ৪৫), রমজান (৩০) ও তোতা মিয়া পক্ষের বাবুল (৩৫), নানু (৪৫), ছানু মিয়া ( ৬৫), আবুল হোসেন ( ১৮), সহ আরো অনেকেই আহত হয়েছে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা প্রধান করা হয়। ঘটনাস্থল থেকে ১২ জনকে আটক করেছে থানা পুলিশ।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান বলেন, কাতিয়া গ্রামের সংঘর্ষের ঘটনা ঘটে আমাদের পুলিশ ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাস্থল থেকে ১২জনকে আটক করে বুধবার সুনামগঞ্জ আদালতে পাঠানো হয়।
Leave a Reply