স্টাফ রিপোর্টারঃ-
বাংলাদেশ সরকার এবং এডিবি- এর আর্থিক সহায়তায় স্হানীয় সরকার বিভাগ কর্তৃক সরাসরি বাস্তবায়নাধীন আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্ট ( ইউপিএইচসিএসডিপি-২) পিএ-১ জগন্নাথপুর পৌরসভার আরবান নগর স্বাস্থ্য পরিদর্শন করেছেন জননন্দিত মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন।
আজ বুধবার দুপুরে মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন লুদরপুর নগর স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শন কালে তিনি লেব সেবা, স্বল্প মুল্যে কেনার ঔষধ কেন্দ্রের পরিষ্কার পরিচ্ছন্নতা ইত্যাদি খুব নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করেন। এগুলোর পরিদর্শন শেষে কেন্দ্রের কার্যক্রমের ভূয়শী প্রশংসা করেন এবং লুদুরপুর স্বাস্থ্য কেন্দ্রের সকল কর্মকর্তা ও কর্মচারীদের সাথে স্বাস্থ্য ব্যাবস্থা নিয়ে কৌশল গত দিক নির্দেশনা মূলক আলোচনা করেন। এ সময় আরবান প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কামিল আহমদ উপস্থিত ছিলেন।
স্বাগত বক্তব্যে মেয়র আক্তার হোসেনের আন্তরিক সহযোগিতা ও দিক নির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বিকালে নগর মাতৃসদন কেন্দ্রে নরমাল ডেলিভারির মাধ্যমে সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুটিকে দেখতে যান মেয়র। এ সময়ে নগর মাতৃসদন কেন্দ্রর সেবায় পূর্ণ সন্তূষ্ট কি না সেবা গ্ৰহীতার কাছে জানতে চান মেয়র।সেবা গ্ৰহীতা জানান তিনি খুব সন্তূষ্ট এবং এই স্বাস্থ্য কেন্দ্রের সকল খুবই আন্তরিকভাবে আমাদের সাথে আচরণ করতেছেন।
আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের দক্ষ ডাক্তার সহ সকল কর্মকর্তা কর্মচারীদের আরো আন্তরিক হয়ে কাজ করার আহবান জানান। এবং যতাযত মান ধরে রাখার আহ্বান জানান। পরিদর্শন কালে পৌরসভার প্রকৌশলী হেলাল আহমদ সহ আরো অনেকেই সাথে ছিলেন।
জগন্নাথপুর পৌরসভা সহ পুরো উপজেলার চিকিৎসা সেবা অব্যাহত রেখেছেন আরবান নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্য কেন্দ্র।
সকল প্রতিকূলতা, প্রতিবন্ধকতার পরও এই প্রত্যন্ত অঞ্চলে ২৪ ঘন্টা সেবা নিশ্চিত ও ধারাবাহিক নরমাল ডেলিভারির সাথে সিজারিয়ান অপারেশন নিশ্চিত করা হচ্ছে তাই এই পৌরসভার অনেক সেবা গ্ৰহিতার পাশাপাশি এলাকার জনগণ খুবই খুশি ।
জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ আক্তার হোসেন এবং পৌরসভার কাউন্সিলার ও কর্মকর্তাদের ঐকান্তিক সহযোগিতায় ও আরটিএম ইন্টারন্যাশনাল- এর সুদক্ষ পরিচালনায় আরবান প্রাইমারী হেলথ্ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার কামিল আহমদ, ফাইনেন্স ম্যানেজার মোহিত হোসেন, ও রাকিবুর রহমান এবং দক্ষ ডাক্তার,নার্স ,প্যারাম্যাডিকদের তত্ত্বাবধানে নগর স্বাস্থ্য কেন্দ্রে স্বল্প খরচে বিভিন্ন সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে এবং রেডকারডে মাধ্যমে এই পৌরসভায় বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত হচ্ছে।
উল্লেখ্য, জাতীয় বেসরকারী উন্নয়ন সংস্থা আরটিএম ইন্টারন্যাশনাল এর পরিচালনায় এবং জগন্নাথপুর পৌরসভার বাস্তবায়নে বিগত জানুয়ারি ২০২২ইং তারিখ থেকে উক্ত প্রকল্পটির কার্যক্রম চলছে।
Leave a Reply