জগন্নাথপুর প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার কলকলীয়া ইউনিয়নের জগদীশ পুরে ভাই-পুঁতের হাত ধরে ফুপু উধাও এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এলাকাবাসী জানান গত কয়েক মাস আগে জগদীশপুর গ্রামের আলম মিয়ার ছেলে রমিজনুর (২২) একই গ্রামের পাশাপাশি ঘরের (ছদ্মনাম) মা (১৬) ভাই-পুঁতের হাত ধরে পালিয়ে যায়। বিগত কয়েকদিন আগে বাড়িতে ফিরেন যুগল মিলন। রমিজনুর তার প্রিয়সি ফুপু কে গ্রামের বাড়ি জগদীশ পুরে নিয়ে আসলে এলাকায় উত্তেজনা বিরাজ করে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই বলেন তাদের এই অনৈতিক প্রেম ও সম্পর্কে ফুপু আর ভাই-পুঁত এবং মেয়েটি অন্তঃসত্ত্বা হয়ে গ্রামে আশায় সুশীল সমাজের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। আরো জানান এধরনের অনৈতিক কার্যকলাপ কখনো মেনে নেওয়া যাবে না আমাদের ছেলে মেয়েরা এসব দেখে শিখবে। তাদেরকে আইনের আওতায় এনে গ্রামবাসীকে কলংক মুক্ত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন এলাকাবাসী। এক প্রশ্নের জবাবে মেয়েটি বলেন আমি ২ মাসের অন্তঃসত্ত্বা রমিজনুর কে ছাড়া আমি বাঁচবো না। এলাকাবাসীর চাপ সৃষ্টি করলে আবারও গ্রাম ছেড়ে পালিয়ে যায় সেই যুগল। মেয়ের বাবা কাচা মিয়ার সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন আমার মেয়ে কে আবারও রমিজনুর নিয়ে পালিয়েছে।
Leave a Reply