হিফজুর রহমান তালুকদার জিয়া::
সুনামগঞ্জের জগন্নাথপুরে ফসল রক্ষা বাঁধ মেরামতের ও নির্মানের কাজ চলছে ধীরগতিতে। পানি উন্নয়ন বোর্ড এর নীতিমালা অনুযায়ী গত ১৫ নভেম্বরের মধ্যে পিআইসি গঠন এবং ১৫ ডিসেম্বরের মধ্যে বেড়িবাঁধ নির্মাণকাজ শুরু হয়ে গতকাল ২৮ ফেব্রæয়ারীর মধ্যে কাজ শেষ হওয়ার কথা। পি আই সি কমিটি গঠন ও কাজ শুরুর নির্ধারিত সময় পার হলেও গত ২ দিন আগে ও গঠন করা হয়েছে ২/৩ টি পিআইসি কমিটি। কয়েকটি পিআইসি সবে মাত্র কাজ শুরু হয়েছে। ফসল রক্ষা বাঁধ নির্মানের সময় শেষ হলে মাত্র ৬০% কাজ শেষ হয়েছে বলে হাওর পাড়ের কৃষকের দাবী। যদিও পানি উন্নয়ন বোর্ড জগন্নাথপুর কার্যালয় দাবী করছেন ৮৫% কাজ সমাপ্ত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে ৪৮টি পিআইসির মধ্যে ৮/১০ টি পিআইসির মাঠির কাজ শেষ হয়েছে। ২৬ কিলোমিটার ফসল রক্ষা বাধের জন্য সরকার ৬ কোটি ৭৫লাখ টাকা বরাদ্দ প্রদান করেন। একাধিক কৃষকের অভিযোগ লোক দেখানোর জন্য নামে মাত্র বাঁধের কাজ তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড। পানি উন্নয়ন বোর্ডের কর্মচারী কর্মকর্তাদের গাফেলতির কারণে ফসল রক্ষা বাঁধের কাজের অগ্রগতি হচ্ছেনা। তাদেরকে অবৈধ সুবিদা দিয়ে পিআইসি কমিটি তাদের ইচ্ছামত কাজ করছে। এদিকে কাজের সময় সীমা শেষ হয়ে গেলেও ৪৮টি প্রকল্পের মধ্যে মাত্র ১৫ টি বাধের মাটির কাজ শেষ হয়েছে বলে পানি উন্নয়নবোর্ড বাপাউবোর উপ-সহকারী প্রকৌশলী মুহাম্মদ হাসান গাজী জানিয়েছেন। কাজের ধীরগতি হওয়ায় প্রতিবছরের মতো এবারো স্থানীয় কৃষক শংকিত। তাদের অভিযোগ, বাঁধ নির্মাণকাজ প্রতি বছর বিলম্বে শুরু হয়। শেষে তাড়াহুড়া করে বাঁধ মেরামত করতে গিয়ে দায়সারাভাবে কাজ করা হয়। যার ফলে সামান্য পানির চাপেই বাঁধগুলো ভেঙে যায়। এভাবে দেরিতে কাজ শুরু হওয়ায় একমাত্র বোরো ফসল থাকে চরম ঝুঁকির মুখে। এদিকে ১৩নং পিআইসি কমিটির সভাপতি সাব্বির আহমদ বলেন আমার মাটির কাজ ২/৩ দিনের মধ্যে শেষ হয়ে যাবে অথচ স্থানীয় কৃষক ময়না মিয়া,আব্দুল আলী, রেনু মিয়া, ইনতাজ মিয়া, এমদাদুল সহ অনেকেই বলেন কাজ শেষ হতে কমপক্ষে ৮/১০ দিন সময় লাগবে এবং নদীতে পাহাড়ি পানি আসতে শুরু হয়েছে।বাঁধের কাজ এখনো শেষ না হওয়ায় আমরা আতঙ্কের মধ্যে রয়েছি।
Leave a Reply