স্টাফ রিপোর্টারঃ-
জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর পশ্চিমপাড়ার কৃতি সন্তান যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ মঙ্গলবার বেলা ২ টায় সৈয়দপুর এলাকাবাসীর আয়োজনে সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সৈয়দপুর গ্রামের প্রবীন মুরব্বী সৈয়দ মদচ্ছির আলীর সভাপতিত্বে সংবর্ধিত অতিথির বক্তব্যে যুক্তরাজ্যের রচডেল বরা’র মেয়র সৈয়দ আলী আহমদ বলেন রচডেল এলাকার মানুষ মায়া করার কারণে আমি বার বার নির্বাচিত হয়েছি। আমি নিজেকে বাঙালি হিসেবে রচডেলে পরিচয় দিতে হয়। রচডেল এলাকায় সৈয়দপুরের সন্তান বললেই চলে এ জন্য নিজেকে গর্ববোধ করি। তিনি এধরনের একটি অনুষ্ঠানের আয়োজন করায় এলাকাবাসীকে অভিনন্দন জানিয়ে সকলের নিকট দোয়া কামনা করেন।
সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাইদুল হকের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন সৈয়দপুর সৈয়দিয়া শামছিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ ডক্টর সৈয়দ রেজওয়ান আহমদ। সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগন্জ জেলা আওয়ামীলীগের সাবেক সহ- সভাপতি সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আতাউর রহমান, বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল হোসেন লালন, সুনামগন্জ জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট মল্লিক মঈন উদ্দিন সুহেল, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজী রেজাউল করিম রিজু, সিলেট জেলা পরিষদের সদস্য মাওলানা সৈয়দ মুছাদ্দিক আহমদ, কমার্স ব্যাংকের পরিচালক ফজলুর রহমান, যুক্তরাজ্য মিডল্যান্ড আওয়ামী লীগের সহ- সভাপতি আকমল খান, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শেখ ছালেহ আহমদ ছোট মিয়া, যুক্তরাজ্য কমিউনিটি নেতা সৈয়দ খালিদ মিয়া অলিদ, কমিউনিটি নেতা হাজি আব্দুল আহাদ।
অন্যানোর মধ্যে বক্তব্য রাখেন সৈয়দ মুছাব্বির আহমদ, মাওলানা সৈয়দ ইমরান আহমদ, সৈয়দ তুহেল মিয়া, সাবেক ইউপি সদস্য সৈয়দ লিলু মিয়া, হাফিজ সৈয়দ জয়নুল ইসলাম, ইউপি সদস্য সৈয়দ তানভীর মুরাদ, সৈয়দ হিলাল আহমদ, মাওলানা সৈয়দ মারজান ফেদাউর সহ আরো অনেকে।
শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ সৈয়দ মোফাজ্জল হোসেন। সংবর্ধিত অতিথিকে ম্যাডেল পড়িয়ে মাওলানা সৈয়দ ইমরান আহমদ। পরে সংবর্ধিত অতিথির হাতে এলাকাবাসী সম্মাননা স্মারক ক্রেষ্ট তুলে দেন।
বক্তারা বলেন, যেখানে গুণীজনের কদর নেই, সম্মান নেই সেখানে গুণীজন জন্মায় না। যারা বিদেশ থেকে দেশে সম্মান নিয়ে আসেন তারাই গুণী ব্যাক্তি। সৈয়দ আলী আহমদ মেয়র হয়ে বাংলাদেশ তথা সৈয়দপুরের সম্মান বয়ে এনেছেন। বক্তারা সৈয়দ আলী আহমদ- এর দীর্ঘায়ু কামনা করেন।
সংবর্ধনা সভায় সৈয়দপুর দারুল হাদীস মহিলা মাদরাসার মুহতামীম মাওলানা সৈয়দ আবু আলী, যুক্তরাজ্য প্রবাসী সৈয়দ আব্দুস সালাম রাজা, সৈয়দপুর দারুল হাদীস মাদরাসার শিক্ষক মুফতি সৈয়দ শামীম আহমদ,
আলীয়া মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দপুর বাজার ব্যবসায়ী কমিটির সেক্রেটারী মাওলানা সৈয়দ সানাওর আলী, মাওলানা সৈয়দ আমিরুল ইসলাম, সাবেক মেম্বার সৈয়দ জিতু মিয়া,
যুক্তরাজ্য প্রবাসী যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি নেতা সৈয়দ ফয়জুল ইসালাম, যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি গোয়ালাবাজার এলাকার মুরুব্বী মোঃ আব্দুল আহাদ, যুক্তরাজ্য প্রবাসী মোঃ দিলশাদ মিয়া, বিশিষ্ট মুরুব্বী হাফিজ আব্দুল কবির, মোঃ আবু তাহের তেরা মিয়া, যুক্তরাজ্য প্রবাসী মোঃ শফিকুল ইসলাম খান, সযদ শিব্বির আহমদ সদরুল,
যুক্তরাজ্য প্রবাসী শেখ মোজাক্কির, আওয়ামীলীগ নেতা সৈয়দ জাহাঙ্গীর, যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুর রব, সাধারণ পাঠাগার সৈয়দপুর উপ পরিচালক মোঃ নূরুজ্জামান, সৈয়দপুর যুব পরিষদ সিলেট’র সমন্বয়কারী সৈয়দ মুহাদ্দীস আহমদ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
Leave a Reply