হুমায়ুন কবির :-
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার আলমপুর মৌজায় সরকারি ভুমি দখল করে মৎস্য চাষের পায়তারা করছে একটি প্রভাবশালী মহল। মঙ্গলবার ৭ মার্চ উপজেলার ভূরাখালী গ্রামের শতাধিক এলাকাবাসী স্মাক্ষরিত একটি অভিযোগপত্র উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর দায়ের করা হয়েছে। উপজেলার চিলাউড়া রসুলপুর গ্রামের মনা মিয়া ও একই গ্রামের মনু মিয়ার পুত্র আল আমিনকে বিবাদী করে এ অভিযোগপত্রটি দায়ের করা হয়। অভিযোগে উল্লেখ করেন বিবাদী ও তাদের লোকজন অত্যান্ত প্রভাবশালী ও ধনী লোক। আলমপুর মৌজায় অবস্থিত সরকারি জলমহাল লীজ গ্রহীতার নিকট থেকে সাব লীজ নিয়ে মাছ চাষের জন্য অবৈধভাবে সরকারি ভূমি গর্ত করে পুকুর তৈরীর কাজ করছে। উল্লেখিত ভূমিতে এলাকাবাসী গবাদী পশু বিচরণ এবং বোরো মৌসুমে ধান কেঁটে মাড়াইয়ের কাজ করে থাকেন। এমনকি পাশ্ববর্তী নলুয়া নোয়াগাঁও মৌজা ও রসুলপুর মৌজায় দরখাস্তকারীদের মালিকানা ভূমি রয়েছে। উক্ত ভূুমির বোরো ফসল পরিবহণ ও যাতায়াতের একমাত্র গোপাট রকম ভূমিটি বিবাদীরা কেঁটে ফেলে দখলে নিয়ে যায়। ভূমি দখল করে মাটি কেঁটে গর্ত করার বিষয়টি মৌখিক ভাবে জগন্নাথপুর সদর তহশীলদারকে অবগত করলে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন।
দরখাস্তে আরো উল্লেখ করেন উক্ত ভূমিটি দখলমুক্ত না করলে চলতি বোরো মৌসুমে কৃষকরা তাদের কষ্টার্জিত বোরো ফসল মাড়াই করতে পারবেনা। এতে কৃষকরা লক্ষ লক্ষ টাকা ক্ষতি সম্মুখিন হবে। এলাকাবাসী সরকারি ভুমি দখলকারীদের বাধা প্রদান করলে তথায় খুন খারাপি সহ দাঙ্গা হাঙ্গামার সম্ভাবনা রয়েছে বলে অভিযোগে উল্লেখ রয়েছে। এলাকার বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা মোঃ আছলম উল্লাহ গ্রামের অসহায় কৃষকের কথা বিবেচনা করে উক্ত ভূমি দখল মুক্ত করতে প্রশাসনের প্রতি জোর দাবী জানান।
Leave a Reply