মোঃ আলীহোসেন নবীগঞ্জ থেকেঃ
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বিবিয়ানা পাওয়ার প্লান্টের রাস্তায় দিয়ে শেরপুর থেকে বাড়ী যাওয়ার পথেমধ্যে রাতের আঁধারে হঠাত করে দাঁড়ানো অস্ত্র দিয়ে অজ্ঞাতনামা মুখোশধারী ৪-৫জন দুর্বৃত্তের অতর্কিত হামলায় আপন দুই ভাই গুরুতর আহত।
আহতরা হলেন উপজেলার ৫নং আউশকান্দি ইউনিয়ন পাহাড়পুর গ্রামের মোঃ ফজলুল হক ও তার আপন ভাই মোঃ তাজু হক হামলার শিকার হন।
ঘটনাটি ঘটেছে ১১ মার্চ শনিবার রাত অনুমান ১০টায়, আহত পরিবার হতে জানা যায়:- হবিগঞ্জ ও মৌলভীবাজার সীমান্তবর্তী শেরপুর বাজার থেকে নিজ ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ঢাকা সিলেট সড়ক হয়ে বিদ্যুৎ প্লান্টের রাস্তা দিয়ে গ্রামের বাড়ী পারকুল যাওয়ার পথেমধ্যে কিছু বুঝে উটার আগেই হটাত
রাস্তা প্রতিরোধ করে অজ্ঞাতনামা মুখোশধারী দুর্বৃত্তেরা দাঁড়ানো অস্ত্র শস্ত্র নিয়ে অতর্কিত হামলায় চালায়, ব্যবসায়ী ফজলুল হক ও তার ভাই তাজুল হক এর উপর। তদের হায়উল্লা ও বাঁচাও বাঁচাও চিৎকার করিলে স্থানীয় পথচারীরা এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে কতবিক্ষত দুজন কে রাস্তা থেকে উদ্ধার করে সিলেট এম এম জি ওসমানী মেডিকেলে পাঠিনো হয়েছে গুরুতর আহত দুজনের অবস্থাই আশঙ্কাজন বলে জানা গেছে।
এবিষয়ে জানতে ছাইলে নবীগঞ্জ থানার চৌকোশ পুলিশ অফিসার ও আউশকান্দি ইউনিয়নের বিট অফিসার এস আই গৌতম কোমার বলেন ঘটনার সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন করি পরে আহমত রোগী দেরকে সিলেট এম এম জি ওসমানী মেডিকেল হাসপাতালেও দেখে আসছি রোগীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় জিজ্ঞাসাবাদ করতে পারেনি।
তবে সার্বিক বিষয় মনিটরিং করছি ঘটনার বিষয়ে এখনো কিছু বলতে পারছি না তবে ধারণা করছি,
পূর্ব শত্রুতার জের ধরে এমন ঘটনা ঘটানো হয়েছে।
আহত পরিবারের সাথে কথাবার্তা চলছে সূত্র পেলেই
হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply