স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারে ৬জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ৪ এপ্রিল মঙ্গলবার সন্ধ্যা রাতে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের বাউধরণ গ্রামে। হামলায় মৃত তাহির উল্লাহর পুত্র মাসুক মিয়া (৫৫), মাসুক মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৪০), ছেলে হাসান আহমদ (১৮), জাহান আহমদ (৭), মেয়ে তাছলিমা বেগম (২০), শামীমা বেগম(১৭) আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর আহত মাসুক মিয়া, রাহেলা বেগম, হাসান আহমদ ও শামীমা বেগমকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লে ভর্তি করে চিকিৎসা দেয়া হয়েছে।
জানাযায়, আহত মাসুক মিয়ার ছেলে জাহান আহমদ তাদের মালিকানা জমিতে গরুর জন্য ঘাস কাটতে গেলে প্রতিপক্ষ হোসাইন আহমদ ঘাস কাটতে বাধা নিষেধ করলে তাদের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে হোসাইন আহমদের পক্ষ নিয়ে একই গ্রামের হীরা মিয়ার নেতৃত্বে রুমেন মিয়া কাশেম মিয়া, হোসাইন আহমদ, আনছার মিয়া, সেলু মিয়া, পাবলু মিয়া, সাইফুল মিয়া সহ তাদের লোকজন রামদা, লোহার রড ও লাটি সোটাসহ দেশীয় অস্ত্র সস্ত্রে সজ্জিত হয়ে মাসুক মিয়ার বাড়িতে হামলা চালায়। মাসুক মিয়া জানান, হামলাকারীরা আমি সহ আমার পরিবারের সদস্যদেরকে আহত করে ঘরে আসবাবপত্র ভাংচুর করে ব্যাপক ক্ষয়ক্ষতি সহ নগদ ৫০ হাজার টাকা নিয়ে যায়। খবর পেয়ে জগন্নাথপুর থানার এস আই সাইফুদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে মাসুক মিয়া জানিয়েছেন।
Leave a Reply