স্টাফ রিপোর্টারঃ-
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে।
ইউরোপ জমিয়তের যুগ্ম মহাসচিব জগন্নাথপুর উপজেলা পরিষদের উপ নির্বাচনে জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম কামালীর আয়োজনে আজ রবিবার ১৭ রামাদ্বান পৌর পয়েন্টের মাহিমা রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্টিত হয়।
ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জমিয়তের সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
জগন্নাথপুর উপজেলা জমিয়তের সভাপতি মাওলানা সৈয়দ মছরুর আহমদ ক্বাসেমীর সভাপতিত্বে ও সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা সৈয়দ সুহাইল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগন্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী, সৌদি আরব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুকসিত, উপজেলা জমিয়তের সাবেক সভাপতি মাওলানা শায়খ জমির উদ্দিন, জমিয়ত নেতা মাওলানা রমজান হোসাইন, মাওলানা ফজল আহমদ, মাওলানা সৈয়দ রশীদ আহমদ, মাওলানা ফখর উদ্দিন, হাফিজ শাহীনুর রহমান প্রমুখ।
ইফতার মাহফিলে মাওলানা আলী আহমদ, হাফিজ মাওলানা সাইদ আহমদ,মাওলানা মুজাহিদ খান, মাওলানা আখতার হোসাইন, মাওলানা এরশাদ খান আল হাবিব, হাফিজ আলি আহমদ, মাওলানা সৈয়দ গুলজার আহমদ, মাওলানা আতিকুর রহমান, মাওলানা ইসলাম উদ্দিন, মাওলানা আহমদ ইয়াকুব, হাফিজ রাইয়ান আহমদ, ক্বারি শফিকুর রহমান তালুকদার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন ।
ইফতার মাহফিলে নেতৃবৃন্দ আগামী উপজেলা পরিষদের উপ নির্বাচনে জমিয়ত মনোনীত চেয়ারম্যান প্রার্থী মাওলানা আব্দুল কাইয়ুম কামালীর পক্ষে জমিয়ত কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানানো হয়।
Leave a Reply