বিশেষ প্রতিনিধি::
সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলা পরিষদ উপনির্বাচনে ৫ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেছেন।
(২৭ এপ্রিল) বৃহস্পতিবার মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখে ৫ জন প্রার্থী নির্বাচন রিটারিং কর্মকর্তার নিকট তাদের মনোনয়নপত্র জমা দেন। উপজেলা নির্বাচন অফিস থেকে জানা যায় উপজেলা পরিষদ নির্বাচনে মোট ৫ জন প্রার্থীর মনোনয়ন দাখিল করেছেন। প্রার্থীগণ হলেন বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নরুল ইসলাম, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মোঃ আতাউর রহমান, জামিয়াত উলামায়ে ইসলামের প্রার্থী আব্দুল কাইয়ুম কাওয়ালী, স্বতন্ত্র প্রার্থী সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশিদ এবং স্বতন্ত্র প্রার্থী তালহা আলম। প্রসঙ্গগত গত (২ নভেম্বর ২২ ইং) জগনাথপুর উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। তাতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন নির্বাচিত হয়েছিলেন। গত (২৬ ডিসেম্বর হঠাৎ করে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনির মৃত্যু হলে চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। শূন্য পদে উপ নির্বাচনের তফসিল ঘোষণা করা হলে তফসিল ঘোষণা অনুযায়ী আজ ২৭ এপ্রিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ও ৩০ এপ্রিল যাচাই বাঁচাই, ৮ মে প্রত্যাহার, ৯ মে পথিক বরাদ্দ হবে, এবং ২৫ মে ভোট গ্রহণ অনুষ্ঠিত। সুনামগঞ্জ জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন ইলেকট্রিক ভোটিং পদ্ধতিতে ইপিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
Leave a Reply