স্টাফ রিপোর্টারঃ–
জগন্নাথপুরের চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ কাজী মাওলানা তাজুল ইসলাম আলফাজ এর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।
আজ রবিবার দুপুরে চিলাউড়া দারুচ্ছুন্নাহ হাফিজিয়া আলিম মাদরাসা মাঠে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীদের ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসূচীতে মাওলানা আম্বর আলী, মাওলানা আবু আইয়ুব আনছারী, আজিজুর রহমান, শাহিনুর ইসলাম, মাওলানা আব্দুল ওদুদ, মাওলানা সৈয়দ মিজানুর রশিদ, মোঃ ফরহাদ হোসেন, এ. কে. এম আনোয়ার চৌধুরী, মাওলানা আব্দুল হামিদ, মোঃ হারুনুর রশীদ, আলী মর্তুজা, হাফিজ ছামির হোসেন, হাফিজ মোঃ জাহিদ হাসান, মোঃ নুরল্ল্যাহ, সাইফুল ইসলাম, আব্দুল হক সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
বক্তারা অবিলম্বে অধ্যক্ষ তাজুল ইসলাম আলফাজের ওপর হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানানো হয়।
এছাড়াও মাদরাসার অফিস সহকারী কাম- কম্পিউটার অপারেটর মাওলানা হাবিবুর রহমানের ওপর দায়েরকৃত মিথ্যা মামলা থেকে তাকে অব্যাহতি প্রদানে প্রশাসনের প্রতি জোর দাবী জানানো হয়।
Leave a Reply